কষে দেখি 3.1 ক্লাস 9 | Koshe Dekhi 3.1 Class 9

প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজনমত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই estudypoint.com ওয়েবসাইট বানিয়েছি।

আজকের এই পোস্টে আমরা মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর লেখচিত্র: কষে দেখি 3.1 ক্লাস 9 (Kose Dekhi 3.1 Class 9) এই চ্যাপ্টারের গণিতের সম্পূর্ণ উত্তর দিয়েছি।

যদি তোমাদের আরো ও গণিতের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি।


কষে দেখি 3.1 ক্লাস 9 | Koshe Dekhi 3.1 Class 9


1. আমি ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং x অক্ষের উপরদিকে বা নীচের দিকে আছে তা লিখি –

(3,-2), (-4,2) , (4,5) , (-5,-5) , (-2,7) , (7,-7) , (0,9) , (0,-9)

কষে দেখি 3.1 ক্লাস 9 | Koshe Dekhi 3.1 Class 9

(3,-2) বিন্দুটি x অক্ষের নিচের দিকে আছে।

(-4,2) বিন্দুটি x অক্ষের উপরের দিকে আছে।

(4,5) বিন্দুটি x অক্ষের উপরের দিকে আছে।

(-5,-5) বিন্দুটি x অক্ষের নিচের দিকে আছে।

(-2,7) বিন্দুটি x অক্ষের উপরের দিকে আছে।

(7,-7) বিন্দুটি x অক্ষের নিচের দিকে আছে।

(0,9) বিন্দুটি x অক্ষের উপরের দিকে আছে।

(0,-9) বিন্দুটি x অক্ষের নিচের দিকে আছে।


2. ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডানদিকে না বামদিকে আছে লিখি –

(5,-7) , (-10,10) , (-8,-4),(4,3) , (-6,2) ,(11,-3) , (4,0) , (-4,0)

কষে দেখি 3.1 ক্লাস 9 | Koshe Dekhi 3.1 Class 9

(5,-7) বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত।

(-10,10) বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত।

(-8,-4) বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত।

(4,3) বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত।

(-6,2) বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত।

(11,-3) বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত।

(4,0) বিন্দুটি y অক্ষের ডান দিকে অবস্থিত।

(-4,0) বিন্দুটি y অক্ষের বাম দিকে অবস্থিত।


3. ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় (কোন পাদে বা কোন অক্ষের উপর ও কোন দিকে) আছে লিখি-

(-11,-7) ,(0,5) , (9,0) , (-4,-4) , (12,-9) , (3,13) , (0,-6) , (-5,0)

কষে দেখি 3.1 ক্লাস 9 | Koshe Dekhi 3.1 Class 9

(-11,-7) বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত।

(0,5) বিন্দুটি y অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত।

(9,0) বিন্দুটি x অক্ষের ওপর ধনাত্মক দিকে অবস্থিত

(-4, -4) বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত।

(12, -9) বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত।

(3, 15) বিন্দুটি প্রথম পাদে অবস্থিত।

(0, -6) বিন্দুটি y অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত।

(-5, 0) বিন্দুটি x অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত।

4. x অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি ।

সমাধানঃ x অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক হল (3,0) ,(-5,0) ,(10,0) এবং (-7,0)

5. y অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি ।

সমাধানঃ y অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক হল (0,5) ,( 0,-8) ,(0,3) ,(0,-6)

6. প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি ।

উত্তরঃ প্রথম পাদে অবস্থিত চারটি বিন্দু – (2,3) ,(5,7) ,(3,2) এবং (10,9)

দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (-5,2) ,(-7,3) ,(-9,6) এবং (-1,5)

তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (-5,-5),(-4,-2),(-7,1) এবং (-10,-4)

চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (7,-2) ,(6,-3) ,(8,-4) এবং (-2,1)

7. একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক । বিন্দুর স্থানাঙ্ক লিখি ।

উত্তরঃ একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক ।

∴ বিন্দুর স্থানাঙ্ক হল – (7,5)

Leave a Comment