Class 6 Mathematics Model Activity Task Part 2 February 2022 – ষষ্ঠ শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা গণিত অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারি (Model Activity Task Class 6 Math Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।
Model Activity Task Class 6 Mathematics
Math (গণিত)
পূর্ণমান: ২০
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×3=3
(i) 7- অঙ্কবিশিষ্ট সার্থক সংখ্যাটি হলাে
(a) 7
(b) 07
(c) 0707020
(d) 7070700
উত্তরঃ 7- অঙ্কবিশিষ্ট সার্থক সংখ্যাটি হলাে – (d) 7070700
(ii) কুড়ি লক্ষ নব্বই হাজার বারাে সংখ্যাটি হলাে
(a) 290012
(b) 2900012
(c) 209012
(d) 2090012
উত্তরঃ কুড়ি লক্ষ নব্বই হাজার বারাে সংখ্যাটি হলাে (d) 2090012
(iii) 2234200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলাে
(a) 3
(b) 300
(c) 3000
(d) 30000
উত্তরঃ 2234200 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান হলাে (d) 30000
2. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) : 1×3=3
উত্তরঃ
স্তম্ভ – ক | স্তম্ভ – খ |
---|---|
(ক) 52020830 | (ঘ) পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশাে ত্রিশ |
(খ) আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশাে সাতষট্টি | (গ) 84183267 |
(গ) 52022345 | (খ) পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশাে পঁয়তাল্লিশ |
(ঘ) আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশাে সাতষট্টি | (ক) 84184267 |
3. (i) 7007007 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লেখাে।
উত্তরঃ স্থানীয় মানে বিস্তৃত করে পাই –
7007007 = 7000000+000000+00000+7000+000+00+7
(ii) 7,3,2,1,9,5,6 এবং 0 দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখাে।
উত্তরঃ 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হল – 10235679
ও 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল – 97653210
(iii) 4503210, 4503201, 4503120 এবং 4502210 সংখ্যাগুলিকে মানের উর্ধ্বক্রমানুসারে সাজাও।
উত্তরঃ মানের উর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই,
4502210 < 4503120 < 4503201 < 4503210
(iv) 37452129 সংখ্যাটির 2-এর স্থানীয় মান দুটির পার্থক্য লেখাে।
উত্তরঃ 37452129 সংখ্যাটিতে হাজার -এর ঘরে 2 এর স্থানীয় মান হলো 2000 এবং দশকের ঘরে 2 -এর স্থানীয় মান 20
∴ 37452129 সংখ্যাটির 2 এর স্থানীয় মান দুটির পার্থক্য হলো = (2000-20) = 1980
4. (i) একটি দেশে 7403485 মেট্রিক টন গম উৎপন্ন হয়। কিন্তু ঐ দেশের লােকেদের খাওয়ানাের জন্য 8010200 মেট্রিক টন গমের প্রয়ােজন। চাহিদা মেটানাের জন্য কত পরিমাণ গম কম পড়বে।
উত্তরঃ দেশে গমের প্রয়োজন = 8010200 মেট্রিক টন
দেশে গম উৎপন্ন হয় = 7403485 মেট্রিক টন
∴ দেশে গম কম পড়বে = (8010200-7403485) = 606715 মেট্রিক টন
(ii ) ভাগ করাে : 30439872 ÷ 516
Class 6 English Model Activity Task February 2022 Part 2
Class 6 All Subject Model Activity Task Part 2 February 2022