মাধ্যমিক পাশে রাজ্য গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে

নমস্কার বন্ধুগন আমাদের ওয়েবসাইট estudypoint.com স্বাগতম যেখানে আপনারা প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পাবেন। আজকে আমরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি।এই চাকরির বিজ্ঞপ্তিটি সরাসরি রাজ্য সরকার থেকে জারি করা হয়েছে যেখানে বামনগোলা ব্লকে জগদল গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন যদি আপনি এই চাকরির জন্য ইচ্ছুক তাহলে বিষয় টি আরো জেনেনিন।

আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও স্কুল, কলেজের খবর পেয়ে যাবেন।খবর পেতে টেলিগ্রাম যুক্ত হন

IHM Recruitment Full Details

নোটিশ নম্বর3139(13)/BDB
Total Vacancy (মোট শূন্যপদ)01
Application Mode (আবেদন পদ্ধতি)Online

জগদল গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিবরণ

শিক্ষাগত যোগ্যতা – গ্রাম পঞ্চায়েতে আবেদনকারী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হতে হবে এবং তার সাথে সাথে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকতে হবে যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে।

বয়স – এই চাকরির ক্ষেত্রে আপনার বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। এবং SC/ST কাস্টের জন্য ৫ বছর ও OBC কাস্টের জন্য ৩ বছরের ছাড় পাবেন।

বাসস্থান – প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা এবং বামনগোলা উন্নয়ন ব্লকের ভোটার হতে হবে।

বেতন – আপনার মাসিক বেতন থাকবে ১০৩০০ টাকা এবং এই চাকরিটি সম্পূর্ণ একবছর চুক্তিভিত্তিক, একবছর পরে হয়তো আরো বাড়ানো যেতে পারে।

নির্বাচন পদ্ধতি – প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (নথিপত্র)


১. আবেদন পত্র
২. বয়স প্রমাণপত্র হিসাবে (মাধ্যমিক এডমিট কার্ড/জন্ম শংসাপত্র )
৩. শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনার মাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট
৪. কম্পিউটার সার্টিফিকেট
৫. ভোটার কার্ড

আবেদন পদ্ধতি (Method of Apply)


উপরোক্ত নথিগুলি MGNREGA সেলে ড্রপ বক্সে একটি সিল করা খামে জমা দিতে হবে যেকোন কার্যদিবসে সকাল 11:00 থেকে বিকাল 5:00 এর মধ্যে বা পোস্ট/কুরিয়ারের মাধ্যমে 07.01.2022 এর মধ্যে বিকাল 5:00 টায়।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই করার জন্য ডাকা হবে তখন প্রার্থীদের তাদের অরিজিনাল ডকুমেন্ট দেখতে হবে। এবং তার পর কম্পিউটার এবং সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন জমা শুরু২০/১২/২০২১
আবেদন জমা শেষ০৭/০১/২০২২
নথিপত্র যাচাই১৮/০১/২০২২ থেকে ২০/০১/২০২২
Download Official Notice Click here
Download Application FormClick here
Join Telegram Group Click here
All Current Job 2021 Click here
Facebook PageClick here

Leave a Comment