Karma Class 11 Bengali Meaning
Sir Mohan Lal looked at himself in the mirror of a first class waiting room at the railway station. The mirror was obviously made in India. The red oxide at its back had come off at several places and long lines of translucent glass cut across its surface. Sir Mohan smiled at the mirror with an air of pity and patronage.
স্যার মোহনলাল রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেনীর প্রতিক্ষালয়ের আয়নায় নিজেকে দেখছিলেন। আয়নাটি স্পষ্টতই ভারতে তৈরী। আয়নার পিছনে রেড অক্সাইডটি জায়গায় জায়গায় উঠে এসেছে এবং কাঁচের অস্বচ্ছ দীর্ঘ রেখা আয়নার উপরতলে দেখতে পাওয়া যাচ্ছে। স্যার মোহন আয়নার দিকে তাকিয়ে করুনা আর অনুগ্রহের ভাব দেখানো স্মিত হাসি হাসলেন।
“You are so very much like everything else in this country, inefficient, dirty, indifferent,” he murmured.
“ তুমিতো এই দেশের অন্য সবকিছুর মতই – অকর্মণ্য, নোংরা, উদাসীন”, তিনি ফিসফিস করে বললেন।
The mirror smiled back at Sir Mohan.
স্যার মোহনের দিকে তাকিয়ে আয়না পাল্টা মৃদু হাসি হাসলো।
“You are a bit of all right, old chap,” it said. “Distinguished, efficient-even handsome. That neatly-trimmed moustache – the suit from Saville Row with the carnation in the buttonhole — the aroma of eau de cologne, talcum powder and scented soap all about you! Yes, old fellow, you are a bit of all right.”
সে বলল,” বুড়ো, তুমি তো খাসা লোক- বিশিষ্ট, কর্মদক্ষ, এমনকি দেখতেও বেশ ভালো। সুন্দর করে ছাটা গোঁফ, স্যাভিল রো থেকে বানানো স্যুট, কোটের বোতাম ঘরে আটকানো কারনেশন ফুল, সুগন্ধি অডিকোলন, টেলকম পাউডার ও ভুরভুরে সাবানের গন্ধ – এসব নিয়েই তো তুমি। বুড়ো সত্যিই তুমি চমৎকার লোক।”
Sir Mohan threw out his chest, smoothed his Balliol tie for the umpteenth time and waved a goodbye to the mirror.
স্যার মোহন বুক ফুলিয়ে তাঁর বেলিয়ল টাইটি অসংখ্যবার মসৃন করলেন এবং আয়নাকে বিদায়-সম্ভাষণ জানালেন।
He glanced at his watch. There was still time for a quick one.
তিনি তার ঘড়ির দিকে এক ঝলক দেখে নিলেন। চট করে এক পেগ মেরে দেওয়ার সময় এখনও আছে।
“Koi Hai!”
“কেউ আছে !”
A bearer in white livery appeared through a wire gauze door.
সাদা উর্দি পরিহিত একজন বেয়ারা সুক্ষ্ম তার দিয়ে তৈরি দরজা ঠেলে ভেতরে ঢুকলো।
“Ek Chota,” ordered Sir Mohan, and sank into a large cane chair to drink and ruminate.Outside the waiting room, Sir Mohan Lal’s luggage lay piled along the wall. On a small grey steel trunk, Lachmi, Lady Mohan Lal, sat chewing a betel leaf and fanning herself with a newspaper.
“এক ছোটা”, স্যার মোহন আদেশ করলেন এবং বিরাট একটা বেতের চেয়ারে ডুবে গেলেন পান ও স্মৃতি রোমন্থন করতে। প্রতীক্ষালয় এর বাইরে স্যার মোহনলালের মালপত্র দেয়ালের পাশে স্তূপীকৃত। একটি ছোট ধূসর স্টিল এর ট্রাংক ওপর লছমি, শ্রীমতি মোহনলাল, বসে পান চিবছিলেনএবং খবরের কাগজ দিয়ে হাওয়া খাচ্ছিলেন।
Karma Bengali Meaning Page No.8
She was short and fat and in her middle forties. She wore a dirty white sari with a red border. On one side of her nose glistened a diamond nose-ring, and she had several gold bangles on her arms. She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. As soon as he had gone, she hailed a passing railway coolie.
তিনি বেটে, মোটা এবং তিনি মধ্যে চল্লিশে। তিনি একটি লাল পাড় দেওয়া নোংরা সাদা সাড়ি পরেছিলেন। তার নাকের একপাশে হীরের নাকছাবি জ্বলজ্বল করছিল এবং তার হাতে একাধিক সোনার বালা ছিল। স্যার মোহনলাল বেয়ারাকে ভিতরে ডাকার আগে পর্যন্ত লছমি বেয়ারার সঙ্গে গল্প করছিলেন। যেই মুহুর্তে বেয়ারা চলে গেল তিনি পাশ দিয়ে যাওয়া একজন রেলের কুলিকে ডাকলেন।
“Where does the zenana stop?”.
“ মেয়েদের কামরা কোথায় থামবে?”
“Right at the end of the platform.”
“ একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে।”
The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head, and moved down the platform. Lady Lal picked up her brass tiffin-carrier and ambled along behind him. On the way she stopped by a hawker’s stall to replenish her silver betel leaf case, and then joined the coolie. She sat down on her steel trunk (which the coolie had put down) and started talking to him.
কুলি তার পাগড়ি দিয়ে একটা বিড়া পাকিয়ে নিয়ে স্টিল ট্রাংকটি মাথার ওপর তুলল এবং প্লাটফর্ম ধরে হাটতে লাগল।শ্রীমতি লাল তার পিতলের টিফিন কৌটো তুলে ধীরেসুস্থে তার পেছনে হাঁটতে থাকলেন। তার রুপোর পানের ডিব্বাটি আবার ভরে নিতে পথে তিনি একটি হকারের কাছে থামলেন এবং তারপর কুলিকে ধরে ফেললেন। তিনি তার স্টিল ট্রাংকেরও উপর বসলেন এবং কুলির সঙ্গে কথা বলতে শুরু করলেন।
“Are the trains very crowded on these lines?”
“ এই লাইনে ট্রেন গুলোতে আজকাল খুব ভীড় হয় নাকি?’’
“These days all trains are crowded, but you’ll find room in the zenana.”
“ আজকাল সব প্রাণী বেরোচ্ছে কিন্তু আপনি মহিলা কামরায় জায়গা পেয়ে যাবেন।”
“Then I might as well get over the bother of eating.”
“তাহলে খাওযার ঝামেলা আমি আগেই চুকিয়ে দিতে পারি।”
Lady Lal opened the brass carrier and took out a bundle of cramped chapattis and some mango pickle. While she ate, the coolie sat opposite her on his haunches, drawing lines in the gravel with his finger.
শ্রীমতি লাল পিতলের কৌটো খুললেন এবং একগোছা দোমড়ানো-মোচড়ানো চাপাতি ও আমের আচার বের করলেন। যখন তিনি চাপাটি খাচ্ছিলেন কুলিটি তখন বিপরীতে নিতম্বে ভর দিয়ে বসে আঙ্গুল দিয়ে নুড়ির ওপর দাগ কাটছিল।
“Are you travelling alone, sister?”
“দিদি, আপনি কি একলা যাচ্ছেন?”
“No, I am with my master, brother. He is in the waiting room. He travels first class. He is a vizier and a barrister, and meets so many officers and Englishmen in the trains-and I am only a native woman. I can’t understand English and don’t know their ways, so I keep to my zenana inter-class.”
“ না,ভাই আমি আমার স্বামীর সঙ্গে যাচ্ছি। তিনি প্রতীক্ষালয় রয়েছেন। তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন। তিনি একজন সরকারি আমলা এবং একজন ব্যারিস্টার, বহু আধিকারিক ও ইংরেজদের সঙ্গে তাঁর ট্রেনে দেখা হয় – আর আমি একজন দেশি মহিলা। আমি ইংরেজি বুঝতে পারি না এবং তাদের আদব-কায়দা জানিনা। তাই আমি মহিলাদের আন্তশ্রেণী কামড়াতেই থাকি।
Lachmi chatted away merrily. She was fond of a little gossip and had no one to talk to at home. Her husband never had any time to spare for her. She lived in the upper storey of the house and he on the ground floor. He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. He came up to her once in a while at night and stayed for a few minutes. He just ordered her about in anglicised Hindustani, and she obeyed passively. These nocturnal visits had, however, borne no fruit.
লছমি মহানন্দে গল্প করতে লাগলেন। তিনি একটু গল্প করতে ভালোবাসতেন এবং বাড়িতে তার সঙ্গে কথা বলার কেউ ছিলনা। তার স্বামীর তার জন্য খরচ করার মত সময় নেই। লছমি বাড়ির ওপর তলায় থাকতেন এবং তার স্বামী থাকেন বাড়ির একতলায়। তিনি পছন্দ করতেন না যে তার গরীব অশিক্ষিত আত্মীয়রা তার আশেপাশে ঘুরঘুর করে তাই তারা কখনও আসতেন না। স্যার মোহন তার কাছে মাঝেসাজে রাতে উঠে আসতেন এবং মিনিট কয়েক থাকতেন। তিনি লিখে ইংরেজি টানে হিন্দিতে কিছু নির্দেশ টির্দেশ দিতেন এবং নির্বিকার চিত্তে সেই নির্দেশ পালন করতেন। যাই হোক, ঐসব নৈশ দর্শনগুলি ফল কিছুই ফলেনি।
Karma Bengali Meaning Page No. 9
The signal came down and the clanging of the bell announced the approaching train. Lady Lal hurriedly finished off her meal. She got up, still licking the stone of the pickled mango. She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. After washing she dried her mouth and hands with the loose end of her sari, and walked back to her steel trunk, belching and thanking the gods for the favour of a filling meal.
সিগন্যাল পড়ে গেল এবং ঘণ্টাধ্বনি জানান দিল ট্রেন আসছে। শ্রীমতি লাল দ্রুততার সাথে তার খাবার শেষ করলেন।তিনি আমের আচারের আটি চুষতে চুষতে উঠে দাঁড়ালেন। একটি দীর্ঘ সশব্দ ঢেকুর তুলে তিনি কলে গিয়ে তার মুখ ধুলেন এবং হাত পরিষ্কার করলে। ধোয়ার পর তিনি তাঁর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছলেও এবং পরিতৃপ্তির ঢেকুর তুলে দেবতাদের ভরপেট খাবার জোগান দেওয়ার জন্য ধন্যবাদ দিতে দিতে তার স্টিল এর ট্রাংক হেঁটে ফিরে এলেন।
The train steamed in. Lachmi found herself facing an almost empty interclass zenana compartment next to the guard’s van, at the tail end of the train. The rest of the train was packed. She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. She produced a two-anna bit from a knot in her sari and dismissed the coolie. She then opened her betel case and made herself two betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. These she thrust into her mouth till her cheeks bulged on both sides. Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform.
ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা ঢুকলো। লছমি দেখলেন যে তিনি ট্রেনের একেবারে শেষের দিকে গার্ডেনের লাগোয়া প্রায় ফাঁকা একটি আন্ত শ্রেণি মহিলা কামরায় মুখোমুখি দাঁড়িয়ে। ট্রেনটা বাকি কামরাগুলো ভিড়ে ঠাসা। তিনি তার বেঁটেখাটো মোটাসোটা শরীরটা তুলে কোনরকমে কামরার দরজার মধ্যে দিয়ে ঢুকালে এবং জানালার পাশে একটা আসন পেয়ে গেলেন। তিনি তার শাড়ীর আঁচল খুলে একটা দো-আনি নিয়ে কুলিকে বিদায় করলেন। তারপর তিনি তাঁর পানের দিবে খুলে দুটি পান পাতা নিয়ে চুন, খয়ের, কুচোনো সুপুরি এবং এলাচ দিয়ে আচাসে পান বানালেন।সেগুলো তিনি মুখের ভেতরে ঠুসে দিতে লাগলেন যতক্ষণ না তাঁর গাল দুটো ফুলে উঠলো।এবার তিনি তাঁর হাত দুটির চিবুক রেখে অলস দৃষ্টিতে প্লাটফর্মের ওপর ধাক্কাধাক্কিরত ভিড়ের দিকে তাকিয়ে রইলেন।
The arrival of the train did not disturb Sir Mohan Lal’s sang-froid. He continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. Excitement, bustle and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well-bred. He wanted everything ‘ticketyboo’ and orderly. In his five years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. He rarely spoke Hindustani. When he did, it was like an Englishman’s-only the very necessary words and properly anglicised. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject-books, politics, people. How frequently had he heard English people say that he spoke like an Englishman!
ট্রেনের আগমন স্যার মোহনলালের অবিচলিত অবস্থায় এতোটুকু বিঘ্ন ঘটাতে পারল না। তিনি তার স্পর্শে চুমুক চালিয়ে গেলেন আর বেয়ারাকে হুকুম দিলেন সে তার মালপত্র যখন প্রথম শ্রেণীর কামরায় তুলে দেবে তখন তাকে জানাতে। উত্তেজনা দৌড়ঝাঁপ ও তাড়াহুড়ো শিষ্টাচারহীনতার পরিচয়। স্যার মোহন ছিলেন আচার-আচরণে লক্ষ্যণীয়ভাবে সুভদ্র। তিনি চাইতেন সবকিছু ছিমছাম ও সুশৃংখলভাবে সম্পন্ন করতে। বিদেশে থাকার পাঁচ বছরে অভিজাত সম্প্রদায় আদব-কায়দা ও মনোভাব স্যার মোহন সুন্দরভাবে রপ্ত করেছিলেন। তিনি হিন্দি প্রায় বলতেন ই না। আর যখন বলতেন এটা হত একজন ইংরেজ এর মত শুধু দরকারি এবং একেবারে ইংরেজি কায়দায়। কিন্তু তিনি মনে করতেন তার ইংরেজি এতটাই মার্জিত, সম্পূর্ণ এবং পরিশীলিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ইংরেজি তুলনায় কোন অংশেই কম নয়। লোকজনের সঙ্গে আলাপচারিতার খুবই পছন্দের এবং একজন সংস্কৃতিবান ইংরেজের মতো তিনি বইপত্র, রাজনীতি বা জনগণ, প্রায় যেকোনো বিষয়ের ওপর কথাবার্তা চালাতে পারতেন।কতবার যে তিনি শুনেছেন যে ইংরেজরা বলছে তিনি একজন ইংরেজদের মত ইংরেজি বলেন।
Sir Mohan wondered if he would be travelling alone. It was a Cantonment and some English officers might be on the train. His heart warmed at the prospect of an impressive conversation. He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. Nor was he loud, aggressive and opinionated like them. He went about his business with an expressionless matter-of-factness. He would retire to his corner by the window and get out a copy of The Times.
স্যার মোহন অবাক হয়ে ভাবলেন তবে কি তাকে একা একা যাত্রা করতে হবে? জায়গাটা ছিল একটা সেনানিবাস এবং হয়তো কিছু ইংরেজ অফিসার ট্রেনে উঠতে পারেন। একটি চিত্তাকর্ষক কথাবার্তার সম্ভাবনা তার মনটাকে চাঙ্গা করে তুলল। অধিকাংশ ভারতীয়রা যেমন করে সেভাবে তিনি কখনো আগবাড়িয়ে ইংরেজদের সঙ্গে কথা বলার আগ্রহ দেখাতেন না। কিংবা তিনি আমাদের মত চরা সুরে, আক্রমণাত্মক ভঙ্গিতে, এক গুয়েঁর মত নিজের মতামত জাহির করতেন না। তিনি ভাবলেশহীন ভাবে নিজের কাজে লিপ্ত থাকতেন। ট্রেনে উঠে তিনি জানলার ধারে কোণের দিকে তার নির্দিষ্ট আসনে বসবেন এবং টাইমস পত্রিকাটি খুলবেন
Karma Bengali Meaning Page No. 10
He would fold it in a way in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. The Times always attracted attention. Someone would like to borrow it when he put aside with a gesture signifying “I’ve finished with it.” Perhaps someone would recognise his Balliol tie which he always wore while travelling. N.B. Balliol College is one of the constituent colleges of the University of Oxford in England. That would open a vista leading to a fairy-land of Oxford colleges, masters, dons, tutors, boat-races and rugger matches. If both The Times and the tie failed, Sir Mohan would ‘Koi Hai’ his bearer to get the Scotch out. Whiskey never failed with Englishmen. Then followed Sir Mohan’s handsome gold cigarette case filled with English cigarettes. English cigarettes in India? How on earth did he get them? Sure he didn’t mind? And Sir Mohan’s understanding smile-of course he didn’t. But could he use the Englishman as a medium to commune with his dear old England? Those five years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of Court and nights at Piccadilly. Five years of a crowded glorious life. Worth far more than the forty-five in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper storey and obese old Lachmi, smelling of sweat and raw onions.
এমন ভাবে ভাগ হবে কাগজটা যাতে পত্রিকার নামটা দৃষ্টিগোচর হবে। তিনি ব্যস্ত থাকবেন কাগজে দেওয়া শব্দজব্দ ধাঁধা সমাধানে। সব সময় অন্যের নজর কাড়ে। তখন তিনি এমন এক ভঙ্গিতে কাগজ টা পাশে সরিয়ে রাখবেন যার মানে দাঁড়ায় ‘ওটা আমার পড়া হয়ে গেছে’। তখন হয়তো কেউ একজন চোখ বলাবার জন্য কাগজটা তার কাছ থেকে ধার চাইবেন। সম্ভবত কেউ একজন তার ব্যালীয়ল টাইটা লক্ষ্য করবেন, যে টাইটা তিনি বাইরে ভ্রমণের সময় সর্বদা পড়তেন। এভাবেই খুলে যাবে কথোপকথনের এক দিগন্ত যেখান থেকে তিনি চলে যাবেন অক্সফোর্ডের কলেজ, অধ্যাপক, শিক্ষক, বাইচ এবং রাগবি খেলার এক রূপকথার দেশে। যদি টাইমস পত্রিকা আর টাই দুটো ব্যর্থ হয় তাহলে তিনি ‘এই কেউ আছ্?’ বলে হাক দেবেন তাঁর বেয়ারাকে স্কচ বের করার জন্য। ইংরেজদের ক্ষেত্রে হুইস্কি কখনো ব্যর্থ হয় না। এরপরই তিনি বের করবেন ইংল্যান্ডের সিগারেট ভর্তি তার সোনার সুদৃশ্য সিগারেট কেসটি। ইংল্যান্ডের সিগারেট ভারতবর্ষে? তিনি ওটা জোগাড় করলেন কিভাবে? নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না? এবং স্যার মোহনের সমঝদারি হাসি – অবশ্যই তিনি কিছু মনে করবেন না। কিন্তু তিনি কি ওই ইংরেজকে তার সাধের পুরনো ইংল্যান্ড নিয়ে আলোচনার মাধ্যমে হিসেবে ব্যবহার করতে পারবেন। ওই পাঁচ বছরে ছাইরঙা ব্যাগ আর গাউন, খেলার ব্লেজার আর মিক্সড ডাবলস,কোর্টের সরাইখানায় ডিনার খাওয়া কিংবা পিকাডিলি রাত। পাঁচ-পাঁচটা বছরের ব্যস্ত, বর্ণচ্চ্ল জীবন। ভারতে অতিবাহিত পয়তাল্লিশটা বছর, নোংরা, অভব্য স্বদেশবাসীর সঙ্গে থাকা সাফল্যের শীর্ষে পৌছানোর জন্য ইতরামির নীচতা পূর্ণ রাস্তায় দৌড়, ওপরতলায় নৈশ অভিযানে গিয়ে ঘাম ও কাচা পিয়াজের গন্ধ মাখা স্থুলকায়া, বুড়িয়ে যাওয়া লছমি – এসবের তুলনায় অনেক বেশি দামী।
Sir Mohan’s thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib’s luggage in a first-class coupe next to the engine. Sir Mohan walked to his coupe with a studied gait. He was dismayed. The compartment was empty. With a sigh he sat down in a corner and opened the copy of The Times he had read several times before.
সাহেবের মালপত্র প্রথম শ্রেণীর কামরা কূপে তুলে দেওয়া হয়েছে। বেয়াড়া এসে এই ঘোষণা করার ফলে স্যার মোহনের চিন্তা বাধা পেল। মাপা পা ফেলে স্যার মোহন তাঁর কূপে গিয়ে ঢুকলেন। তার মন খারাপ হয়ে গেল। কামরাটা ফাঁকা। একটা দীর্ঘশ্বাস মোচন করে স্যার মোহন গিয়ে বসলেন একটা কোণে এবং এর আগে বেশ কয়েকবার পড়া হয়ে যাওয়া টাইমস পত্রিকাটা খুললেন।
Sir Mohan looked out of the window down the crowded platform. His face lit up as he saw two English soldiers trudging along, looking in all the compartments for room. They had their haversacks slung behind their backs and walked unsteadily. Sir Mohan decided to welcome them, even though they were entitled to travel only second class. He would speak to the guard. One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. He surveyed the compartment and noticed the unoccupied berth.
স্যার মোহন জানালা দিয়ে ভিড় ভরতি প্লাটফর্মে তাকালেন। তাঁর মুখটা উজ্জ্বল হয়ে উঠল যেহেতু তিনি দেখলেন দুজন ইংরেজ সৈনিক ক্লান্ত পদক্ষেপ আসছে সবকটি কামরায় জায়গায় খোঁজ করতে করতে। তাদের পিঠে রয়েছে বড় ব্যাগ এবং তাঁরা টলমল পায়ে হাটছেন। স্যার মোহন ঠিক করলেন তাদের স্বাগত জানাবেন যদিও তারা কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীতে যাতায়াতের অধিকারী। তিনি গার্ডের সঙ্গে কথা বলবেন। একজন সৈনিক শেষ কামরা পর্যন্ত এল এবং জানালায় মুখ লাগিয়ে দৃষ্টি নিক্ষেপ করল। কামরাটি নিরীক্ষণ করল এবং ফাঁকা বার্থের দিকে তার নজর গেল।
“Ere, Bill,” he shouted, “one’ere.”
“শিগগির,বিল” সে চিত্কার করল ‘এখান একটা’।
His companion came up, also looked in, and looked at Sir Mohan.
তার সঙ্গী এগিয়ে এল, ভিতরও দেখল এবং স্যার মোহনের দিকে তাকাল।
Karma Bengali Meaning Page No. 11
“Get the nigger out,” he muttered to his companion.
“কালা আদমিতাকে বের করে দাও”,
They opened the door, and turned to the half-smiling, half-protesting Sir Mohan.
সে বিড়বিড় করে তার সঙ্গীকে বলল। তারা দরজা খুলল এবং স্যার মোহনের দিকে ফিরল, যাঁর মুখে আধা-হাসি আধা-প্রতিবাদ।
“Reserved!” yelled Bill.
“সংরক্ষিত !” বিল চিত্কার করে উঠল।
“Janta-Reserved. Army-Fauj,” exclaimed Jim, pointing to his khaki shirt.
“Ek Dum jao-get out!”
“জানো সংরক্ষিত। সেনাবাহিনী-ফৌজ”, চেঁচিয়ে উঠল জিম। তার খাকি পোশাকের দিকে আঙ্গুল দেখিয়ে।
“একদম যাও -বেরিয়ে যাও!’’
“I say, I say, surely,” protested Sir Mohan in his Oxford accent.The soldiers paused.It almost sounded like English, but they knew better than to trust their inebriated ears. The engine whistled and the guard waved his green flag.
“আমি বলছি, নিশ্চয় বলছি”, স্যার মোহন তাঁর অক্সফোর্ড উচ্চারণে প্রতিবাদ করে উঠলেন। সৈনিক দুটো থেমে গেল। কথাটা শুনতে যেন ইংরেজির মত শোনালো, কিন্তু মতঅবস্থায় কাঁধের ওপর আস্থা রাখা তাদের সমীচীন বোধ হলো না। ঠিক এই সময়ে ইঞ্জিন হুইসেল বাজানো এবং গার্ড তার সবুজ ফ্লাগ নাড়লেন।
They picked up Sir Mohan’s suitcase and flung it on to the platform. Then followed his thermos flask, briefcase, bedding and The Times. Sir Mohan was livid with rage.
তারা স্যার মোহনের সুটকেস তুলে নিল এবং প্লাটফর্মে নিক্ষেপ করল। এরপর একে একে স্যার মোহনের ফ্লাক্স, ব্রিফকেস, বিছানাপত্র এবং টাইমস নিক্ষিপ্ত হলো। স্যার মোহন খেপে লাল হয়ে উঠলো।
“Preposterous, preposterous,” he shouted, hoarse with anger. “I’ll have you arrested-guard, guard!”
“ অযৌক্তিক, অর্থহীন” রাগে গরগর করে উঠলো তারপর কণ্ঠ।“ আমি তোমাদের গ্রেপ্তার করাবো-গার্ড গার্ড !”
Bill and Jim paused again. It did sound like English, but it was too much of the King’s for them.
বিলা আর জিম আবার থেমে গেল। ভাষাটা ইংরেজি বটে। কিন্তু এই বিশুদ্ধ ইংরেজি তাদের সহ্য করার পক্ষে বড্ড বাড়াবাড়ি বলে মনে হল।
“Keep yer ruddy mouth shut!” And Jim struck Sir Mohan flat on the face.
“ তোমার ওই জঘন্য মুখটা বন্ধ রাখো!” এবং জেমস সরাসরি স্যার মোহনকে মুখে আঘাত করলো।
The engine gave another short whistle and the train began to move. The soldiers caught Sir Mohan by the arms and flung him out of the train. He reeled backwards, tripped on his bedding, and landed on the suitcase.
ট্রেনটি আরেকটি ছোট্ট হুইসেল দিয়ে চলতে শুরু করল। সৈনিক দুটো স্যার মোহনের বাহু ধরে তাকে ট্রেনের বাইরে ছুড়ে ফেলল। স্যার পেছনের দিকে গড়াতে গড়াতে তার বেডিং-এ হুমরি খেয়ে সুটকেসের ওপর গিয়ে পড়লেন।
“Toodle-oo!”
Sir Mohan’s feet were glued to the earth and he lost his speech. He stared at the lighted windows of the train going past him in quickening tempo. The tail-end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. In the inter-class zenana compartment was Lachmi, fair and fat, on whose nose the diamond nose-ring glistened against the station lights. Her mouth was bloated with betel saliva which she had been storing up to spit as soon as the train had cleared the station. As the train sped past the lighted part of the platform, Lady Lal spat and sent a jet of red dribble flying across like a dart.
“বিদায়, আবার দেখা হবে।” স্যার মোহনের পাগুলি সেটে রইল মাটিতে। তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললেন। গতি বাড়িয়ে ট্রেনটা যখন তাকে অতিক্রম করে যেতে লাগল তিনি তাকিয়ে রইলেন ট্রেনের আলোকিত জানলার দিকে। ট্রেনটা শেষ অংশ এসে পরল সঙ্গে লাল আলো এবং খোলা দরজার সামনে হাতে পতাকা সমেত দাঁড়িয়ে থাকার গার্ড সাহেবকে নিয়ে। আন্তশ্রেণী মহিলা কামরায় ছিলেন মোটাসোটা ফর্সা লছমি যার হীরে-বসানো নাকছাবিটা স্টেশনের আলোর ঝিলিক দিয়ে উঠলো। ট্রেনটা স্টেশন অতিক্রম করলেই ফেলবেন বলে জমিয়ে রাখা পানের পিকের তার মুখ ফুলিয়ে উঠেছিল যখন ট্রেন স্টেশনের আলোকিত অংশটুকু পার হয়ে এলো অমনি শ্রীমতি লাল সেই ফেললেন এবং তীরের মত লাল চিহ্ন দ্বারাই ফিনকি উড়ে গেল।
Characters | Description |
---|---|
Sir Mohan Lal | A self-important and pretentious middle-aged man. |
Lachmi (Lady Lal) | An ordinary Indian woman; She happens to be the wife of Sir Mohan Lal. |
A coolie (Porter) | He is found in the railway station carrying his luggage of Lachmi. |
A bearer | He is carrying out Sir Mohan’s orders for a drink and installs his luggage in the first-class coupe. |
Two British Soldier | They enter the compartment of Sir Mohan and abuse him, thereafter throwing him out of the compartment. |
Pls Sent Karma’s PDF Bonganubad
We are working on it.
It’s so helpful ❤️
It is very helpful to us
It is very helpfull. It is nice that this isn’t made by google traslate, but there are some mistakes. But I am satisfied. 👍👍👍 😁😁😁