Madhyamik Geography Question Paper 2024 PDF – যদি আপনি এই বছর দশম শ্রেণীতে পড়ছেন বা পড়বেন অথবা আগামী বছর ২০২৫ মাধ্যমিক পরীক্ষা দেবেন তার জন্য ২০২৪ -এর মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র খুজছেন তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন।
আজকে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik Geography Question Paper 2024 সম্পুর্ন প্রশ্নপত্র ও তার সমাধান পেয়ে যাবেন তার সাথে পাবেন Question Paper PDF। প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন সঠিক উত্তর নির্বাচন, শুদ্ধ ও অশুদ্ধ, শুন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ইত্যাদি আপনি পেয়ে যাবেন।
Madhyamik Geography Question Paper 2024 PDF
পরীক্ষার নাম | মাধ্যমিক পরীক্ষা |
বোর্ডের নাম | মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষার সময় | ৩ ঘন্টা ১৫ মিনিট |
পরীক্ষার তারিখ | ৭ ফেব্রুয়ারী ২০২৪ |
পূর্ণমান | ৯০ |
বিষয় | ভূগোল |
নিচে দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে মাধ্যমিকে ভূগোল প্রশ্নপত্র খুলে যাবে সেখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
বিভাগ – ক
বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো
১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল –
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুতপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার
উত্তর: আবহবিকার
১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্র্যৰ মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –
(ক) বাগস্রুন্ড
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তর: (ক) বাগস্রুন্ড
১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল –
(ক) স্ট্র্যাটস্ফিয়ার
(খ) মেসস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়্নস্ফিয়ার
উত্তর: (গ) ট্রপোস্ফিয়ার
বাকি প্রশ্নের জন্য প্রশ্নপত্রটি ডাউনলোড করুন অথবা কিছুদিন অপেক্ষা করুন আমরা এখানেই উত্তর সহ লিখে দেব।