Madhyamik Geography Question Paper 2024 | মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র

Madhyamik Geography Question Paper 2024 PDF – যদি আপনি এই বছর দশম শ্রেণীতে পড়ছেন বা পড়বেন অথবা আগামী বছর ২০২৫ মাধ্যমিক পরীক্ষা দেবেন তার জন্য ২০২৪ -এর মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র খুজছেন তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন।

আজকে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik Geography Question Paper 2024 সম্পুর্ন প্রশ্নপত্র ও তার সমাধান পেয়ে যাবেন তার সাথে পাবেন Question Paper PDF। প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যেমন সঠিক উত্তর নির্বাচন, শুদ্ধ ও অশুদ্ধ, শুন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ইত্যাদি আপনি পেয়ে যাবেন।

Madhyamik Geography Question Paper 2024 PDF

পরীক্ষার নাম মাধ্যমিক পরীক্ষা
বোর্ডের নামমধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষার সময়৩ ঘন্টা ১৫ মিনিট
পরীক্ষার তারিখ৭ ফেব্রুয়ারী ২০২৪
পূর্ণমান৯০
বিষয়ভূগোল

নিচে দেওয়া ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে মাধ্যমিকে ভূগোল প্রশ্নপত্র খুলে যাবে সেখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

বিভাগ – ক

বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো

১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল –

(ক) ভূমিকম্প
(খ) অগ্নুতপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার

উত্তর: আবহবিকার

১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্র্যৰ মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –

(ক) বাগস্রুন্ড
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক

উত্তর: (ক) বাগস্রুন্ড

১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল –

(ক) স্ট্র্যাটস্ফিয়ার
(খ) মেসস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়্নস্ফিয়ার

উত্তর: (গ) ট্রপোস্ফিয়ার

বাকি প্রশ্নের জন্য প্রশ্নপত্রটি ডাউনলোড করুন অথবা কিছুদিন অপেক্ষা করুন আমরা এখানেই উত্তর সহ লিখে দেব।

Download Link

Leave a Comment