Model Activity Task Class 9 History January 2022 Part 1| নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 9 January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 9 History January 2022 Part 1

Model Activity Task Class 9 History January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণী
ইতিহাস
পূর্ণমান – ২০


১. শূন্যস্থান পূরণ করো : ১x৪=৪

(ক) দ্য স্যোসাল কন্ট্রাক্ট’ বইটি লিখেছিলেন ____________________ ।

উত্তরঃ দ্য স্যোসাল কন্ট্রাক্ট’ বইটি লিখেছিলেন রুশো

(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ____________________।

উত্তরঃ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই

(গ) বুর্জোয়ারা ছিল __________________ সম্প্রদায়ভুক্ত।

উত্তরঃ বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত।

(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ___________________।

উত্তরঃ বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ ই জুলাই


২. ঠিক-ভুল নির্ণয় করো : ১x৪=৪

(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভোগী।

উত্তরঃ ঠিক

(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মস্তেস্থ।

উত্তরঃ ঠিক

(গ) ‘কাদিদ’ নামক বইটি লিখেছিলেন রুশো।

উত্তরঃ ভুল

(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল।

উত্তরঃ ভুল


৩. স্তম্ভ মেলাও : ১x8=8

ক-স্তম্ভ  খ-স্তম্ভ
তেইলভূমিকর
টাইদধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর
গ্যাবেললবন কর
ভ্যাক্তিয়েমসম্পত্তির ওপর ধার্য কর
Class 9 Model Activity Task January 2022

৪. সংক্ষেপে উত্তর দাও (২-৩টি বাক্য) : ২x8=৮

(ক) ‘অঁসিয়া রেজিম’ বলতে কী বোঝো?

উত্তর- আঁসিয়া রেজিম অর্থ হল পূর্বতন সমাজ। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ‘অঁসিয়া রেজিম’ বা পুরাতনতন্ত্র বলা হয়।

(খ) ‘থার্মিডরীয় প্রতিক্রিয়া কী?

উত্তর- রোবসপিয়রের শাসনকালে ১৭৯৪ খ্রিস্টাব্দের মার্চ ও এপ্রিল মাসে তার নির্দেশে বিপ্লবের নামে প্রচুর হত্যাকান্ড ঘটানো হয়। এরই প্রতিক্রিয়ায়  ১৭৯৪ খ্রিস্টাব্দের ২২ জুলাই রোবসপিয়র ও ২৮ জুলাই তার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া” বলা হয়।

(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী?

উত্তর- ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল। এগুলি হল— সাম্য, মৈত্রী ও স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তিস্বাধীনতা।

(ঘ) ‘টেনিস কোর্টের শপথ’-এর প্রধান কারণগুলি কী ছিল?

উত্তর- টেনিস কোর্টের শপথের প্রধান কারণগুলি হল-

ক) জাতীয় সভার অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা মাথাপিছু ভোটের দাবি করেন যাতে তাদের স্বার্থ রক্ষিত হয়।

খ) তৃতীয় সম্প্রদায়ের দাবিতে ক্ষুব্ধ রাজা তাদের সভাকক্ষ বন্ধ করে দেন।

Leave a Comment