ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হচ্ছে। Reserve Bank Of India (RBI) তে আবেদন জানাতে পারবেন সারা ভারতের যেকোনো রাজ্য ও যেকোনো জেলা থেকে। আবেদনের শেষ তারিখ, আবেদন ফী, শিক্ষ্যাগত যোগ্যতা ও বয়সসীমা সবই নিচে আলোচনা করা হয়েছে। Reserve Bank Of India এ তিনটি পদে মোট ২৯১ কর্মী নিয়োগ করা হবে।
RBI Recruitment 2023
পদের নাম – Officers in Grade ‘B’ (DR) – (General)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিভাগে গ্রাজুয়েশনে পাশ এবং কম পক্ষে ৬০% নম্বর প্রার্থী আবেদন জানাতে পারবেন।
General (UR) | SC | ST | OBC | EWS | Total |
---|---|---|---|---|---|
109 | 25 | 17 | 49 | 22 | 222 |
শুন্য পদ – 222টি
পদের নাম – Officers in Grade ‘B’(DR)- DEPR
শিক্ষাগত যোগ্যতা – Master’s Degree in Economics/Finance ইত্যাদি বিষয়ে গ্রাজুয়েসন অবশ্যই থাকতে হবে
General (UR) | SC | ST | OBC | EWS | Total |
---|---|---|---|---|---|
14 | 4 | 6(4) | 11 | 3 | 38 |
পদের নাম – Officers in Grade ‘B’(DR)- DSIM
শিক্ষাগত যোগ্যতা – A Master’s Degree in Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics/ Applied Statistics & Informatics with a minimum of 55% marks or equivalent grade in aggregate of all semesters
বয়স সীমা – একজন প্রার্থীর বয়স 21 বছর থেকে 01 মে, 2023 তারিখে অনুযায়ী অবশ্যই 30 বছর মধ্যে বয়সে হতে হবে
আবেদন ফী : SC/ST/PwBD দের জন্য ₹100+18%GST এবং GEN/OBC/EWS দের জন্য ₹850+18%GST
আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীরা সোজা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন
আবেদন জমা শুরু | ০৯/০৫/২০২৩ |
আবেদন জমা শেষ | ০৯/০৬/২০২৩ |
নোটিশ ডাউনলোড | ক্লিক করুন |
অনলাইনে আবেদনের | ক্লিক করুন |
টেলিগ্রাম গ্রুপ | ক্লিক করুন |
নতুন চাকরির খবর | ক্লিক করুন |
ফেসবুক পেজ | ক্লিক করুন |