পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। খড়গপুর আইআইটি তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যার বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতির সম্পূর্ণ বিষয় নিচে বিস্তারিত ভাবে দেওয়া আছে। এই পদে ছেলে এবং মেয়ে উভয় আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে। Recruitment of staff for IIT Kharagpur Junior Assistant 2022
আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও স্কুল, কলেজের খবর পেয়ে যাবেন।খবর পেতে টেলিগ্রাম যুক্ত হন
IIT Kharagpur Notice 2022
পদের নাম – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
বিজ্ঞাপন নম্বর – R/05/2022
বেতন – ৩য় লেভেল অনুযায়ী মাসিক বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
বয়সসীমা – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীর বয়স থাকতে হবে ২১ থেকে ২৫ বছরের মধ্যে।
শুন্য পদ – জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনারীর শুন্য পদগুলি হল (UR- ২৫ টি,SC- ১ টি, ST- ১ টি, OBC- ১০ টি, EWS- ২ টি, PWD- ১ টি) মোট ৪০টি শুন্য পদ আছে।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয়ে স্নাতক পাশ থাকতে হবে এবং এর সাথে সাথে আবেদনকারীর MS Word, MS Excel এর জ্ঞান থাকতে হবে। এছাড়াও প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আবেদন ফি – আবেদন ফি হিসেবে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ ১৬ই মার্চ ২০২২
আবেদন জমা শুরু | ১৬/০২/২০২২ |
আবেদন জমা শেষ | ১৬/০৩/২০২২ |
নোটিশ ডাউনলোড | ক্লিক করুন |
টেলিগ্রাম গ্রুপ | ক্লিক করুন |
নতুন চাকরির খবর | ক্লিক করুন |
ফেসবুক পেজ | ক্লিক করুন |