প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজনমত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই estudypoint.com ওয়েবসাইট বানিয়েছি।
আজকের এই পোস্টে আমরা মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাস্তব সংখ্যা : কষে দেখি – 1.1 ক্লাস 9 এই চ্যাপ্টারের গণিতের সম্পূর্ণ উত্তর দিয়েছি।
যদি তোমাদের আরো ও গণিতের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি।
- মূলদ সংখ্যা কাকে বলে? 4 টি মূলদ সংখ্যা লেখো।
উত্তরঃ- যে সব বাস্তব সংখ্যাদের p/q, q≠0, (p,q) = 1 আকারে প্রকাশ করা যায়, তাদের মূলদ সংখ্যা বলা হয়। যথা : 2,5/4, 7/9, 11/13
2. 0 কি একটি মূলদ সংখ্যা ? 0 কে p/q [যেখানে p এবং q পূর্ণসংখ্যা , এবং q≠0 এবং p ও q এর মধ্যে 1 ছাড়া কোনও সাধারণ উৎপাদক থাকেনা ] আকারে প্রকাশ করি ।
উত্তরঃ- 0 একটি মূলদ সংখ্যা ।
0 কে 0/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং p ও q উভয়ই পূর্ণসংখ্যা ।
3. নীচের মূলদ সংখ্যা গুলিকে সংখ্যারেখায় স্থাপন করি ।
(i) 7 (ii) -4 (iii) 3/5 (iv) 9/2 (v) 2/9 (vi) 11/5 (vii) -13/4
- Class 9 Ganit Prakash Book Download
4. (i) 4 ও 5 এর মধ্যে মূলদ সংখ্যা হল 1/2(4+5)=9/2
4. (ii) 1 ও 2 এর মধ্যে মূলদ সংখ্যা হল 1/2(1+2)=3/2
4. (iii) 1/4 ও 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা হল 1/2(1/4+1/2)= 3/8
4. (iv) -1 ও 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা হল 1/2(-1+1/2)= -1/2
4. (v) 1/4 ও 1/3 এর মধ্যে মূলদ সংখ্যা হল 1/2(1/4+1/3)= 7/24