নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 9 Geography January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।
Model Activity Task Class 9 Geography January 2022 Part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণী
ভূগোল
পূর্ণমান – ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x৩ = ৩
১.১ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো –
(ক) ৬০০
(খ) ০০
(গ) ৯০০
(ঘ) ৪৫০
উত্তরঃ উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো – ৯০০
১.২. যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো –
(ক) নিরক্ষরেখা
(খ) সুমেরুবৃত্ত রেখা
(গ) কর্কটক্রান্তি রেখা
(ঘ) মকরক্রান্তি রেখা
উত্তরঃ যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো – নিরক্ষরেখা
১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা — নিরক্ষরেখা
(খ) সাবমেরিন চালনা – GPS
(গ) পৃথিবীর উপর চাঁদের ছায়া — চন্দ্রগ্রহণ
(ঘ) সৌরজগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ – বুধ
উত্তরঃ সঠিক জোড়টি হল – সাবমেরিন চালনা – GPS
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১x২ = ২
২.১.১ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ___________________ গ্রহের ঘনত্ব সর্বাধিক।
উত্তরঃ পৃথিবী
২.১.২ পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত ___________________।
উত্তরঃ এরাটোস্থেনিস
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১×৩=৩
২.২.১ GPS-এর পুরো কথাটি কী?
উত্তরঃ GPS এর পুরো নাম হলো Global Positioning System।
২.২.২ পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার ?
উত্তরঃ পৃথিবীর মেরু ব্যাস 12714 কিলোমিটার।
২.২.৩ কোন বহিঃস্থ গ্রহের ব্যাস সর্বাধিক?
উত্তরঃ বৃহস্পতি গ্রহের ব্যাস সর্বাধিক।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×২= ৪
৩.১ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ সৌরজগতের অন্তঃস্থ ও বহিঃস্থ গ্রহগুলির পার্থক্য হলো –
বিষয় | অন্তঃস্থ গ্রহ | বহিঃস্থ গ্রহ |
---|---|---|
উষ্ণতা | সূর্যের কাছে অবস্থান করায় উষ্ণতা বেশি। | সূর্য থেকে দূরে অবস্থিত হওয়ায় শীতল হয়। |
উপগ্রহের সংখ্যা | অন্তঃস্থ গ্রহের উপগ্রহের সংখ্যা কম। | বহিঃস্থ গ্রহের উপগ্রহ সংখ্যা বেশি। |
৩.২ ‘বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।’—এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
উত্তরঃ পৃথিবীর সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার মূল কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি । এই আবর্তন গতি ফলে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এর ফলে উপবৃত্তাকার পৃথিবীর যে অংশটি ছায়াবৃত্ত পেরিয়ে সুর্যের সামনে আসে তখন সেখানে হয় সূর্যোদয় এবং যখন সেই অঞ্চলটি ছায়াবৃত্ত পেরিয়ে সুর্যের বিপরীত দিকে চলে যায় সেখানে ঘটে সুর্যাস্ত। এইভাবে আবর্তনের ফলে পৃথিবীর দ্রাঘিমাংশগুলি আলাদা আলাদা সময়ে সূর্যের সামনে আসায় বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩
‘জিয়ড’–এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
উত্তরঃ প্রথমত, ধারণা ছিল পৃথিবী গোলাকার,পরে বলা হল তা অভিগত গোলাকার কিন্তু পৃথিবীতে অসংখ্য উঁচু উঁচু পর্বত, মালভুমি, গভীর সমুদ্র ও সমুদ্রখাত আছে। সারা পৃথিবীর স্থলভাগের গড় উচ্চতা ৮৭৫ মিটার ও সমুদ্রের গড় গভীরতা ৩৬৮৮ মিটার। অতএব গড় উচ্চতার পার্থক্য ৮৫৬৩ মিটার। অর্থাৎ পৃথিবীর ওপরটা মোটেই মসৃণ না। সুতরাং পৃথিবীর আকৃতির সঙ্গে আমরা পরিচিত কোন আকৃতির তুলনা করতে পারি না। তাই বলা হয় পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর এই আকৃতিকেই আমরা বলি জিয়ড।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫×১=৫
‘সৌর জগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবীই একমাত্র জীবজগতের আবাসস্থল।’—বক্তব্যটির যথার্থতা বিচার করো।
(১) আদর্শ অবস্থান – সূর্য থেকে দূরত্বের বিচারের আমাদের গ্রহ ‘পৃথিবী’ তৃতীয় স্থানে অবস্থান করছে। সুর্য থেকে পৃথিবীর অবস্থান এমনই যে এই গ্রহ বুধ বা শুক্রের মতো সুর্যের একেবারে নকটে কিংবা ইউরেনাস বা নেপচুনের মতো অনেক দূরে অবস্থিত নয়। তাই পৃথিবীতে প্রাণের বিকাশের উপযোগী তাপমাত্রা গড়ে ১৮⁰ সি থেকে ২০⁰ সি বিরাজ করে।
(২) বারিমণ্ডলের উপস্থিতি – পৃথিবী একমাত্র গ্রহ তথা জ্যোতিষ্ক যেখানে এত পরিমাণ জল আছে। প্রায় 380 কোটি বছর পূর্বে জলেই প্রাণের উৎপত্তি ঘটেছিল। পৃথিবীতে জল কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন রূপেই পাওয়া যায়। জীবের জল ছাড়া বেঁচে থাকা সম্ভবপর হত না। জীবের বিপাকক্রিয়া জল ছাড়া সম্ভবপর নয়।
(৩) জলচক্রের আবর্তন – পৃথিবীতে প্রাণের বিকাশের অন্যতম কারণ হল জলচক্র আবর্তন। এর জন্যই জীবকুল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল পেয়ে থাকে।
আরও দেখো - Model Activity Task Class 9 History January 2022 Part 1