বিপরীত শব্দ কি? | বিপরীত শব্দের তালিকা

তুমিও কি “বিপরীত শব্দ কি? এবং বিপরীত শব্দের তালিকা বা বিপরীত শব্দ অনুসন্ধান” এবং সম্পর্কে জানতে এসেছো তাহলে তুমি একেবারে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছো কারণ আজকে আমরা জানবো যে বিপরীত শব্দ কাকে বলে? এবং online বিপরীত শব্দ তালিকা আপনি পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক যে biporit shobdo কাকে বলে?

বিপরীত শব্দ কাকে বলে বা বিপরীতার্থক শব্দ কি ?

যখন একটি শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন তাদের একটিকে অন্যটির বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।

শব্দবিপরীত শব্দ
অন্তরবাহির
ঈষৎপ্রচুর
উজানভাঁটা
উত্থানপতন
উন্নতঅনুন্নত
উপস্থিতঅনুপস্থিত
ভালোমন্দ
সংযোগবিয়োগ
অগ্রজঅনুজ
গ্রহণবর্জন
কালোসাদা
কমবেশি
কঠিনসহজ
সহজপর
অলসপরিশ্রমী
অল্পঅধিক
আচারঅনাচার
ঘৃণাশ্রদ্ধা

যদি আপনি বাংলা বিপরীত শব্দ অনুসন্ধান করতেছেন তাহলে আপনি আমাদের নিচে দেওয়া লিস্ট টা দেখতে পারেন, এখানে আমরা বিপরীত শব্দের তালিকা দিয়ে দিয়েছি যদি তোমরা কোনো শব্দের বিপরীত শব্দ না খুঁজে পাও তাহলে আমাদেরকে কমেন্ট বাক্সে লিখে জানাতে পারো

বাংলা বিপরীত শব্দ

মুখ্যগৌণ
উন্নতিঅবনতি
আয় ব্যয়
আরম্ভশেষ
আসলনকল
আলোঅন্ধকার
ভদ্রইতর
ইচ্ছাঅনিচ্ছা
সত্যমিথ্যা
পন্ডিতমূর্খ
হাসিকান্না
আবির্ভাবতিরোভাব
ক্ষুদ্রবৃহৎ
গুরুলঘু
গুণ দোষ
বিপরীত শব্দ অনুসন্ধান

সুজনকূজন
ঘনতরল
নিদ্রাজাগরণ
প্রভুভৃত্য
প্রশংসানিন্দা
প্রসন্নবিষণ্ণ
পাপপুণ্য
মধুরতিক্ত
নীরসসরস
ইহলোক পরলোক
সজীবনির্জীব
শত্রুমিত্র
শীতলউষ্ণ
শীত গ্রীষ্ম
সৎ অসৎ
স্বাধীনপরাধীন
হর্ষ বিষাদ
সাকার নিরাকার
ঘরবাহির
গরমঠান্ডা
ঐক্যঅনৈক্য
ছেলেমেয়ে
ছোটোবড়ো
জমাখরচ
জয়পরাজয়
ধনীগরিব
উত্তমঅধম
নিন্দাস্তূতি
সুগমদুর্গম
যোগ বিয়োগ
আর্যঅনার্য
স্থূলসূক্ষ্ম
সবলদুর্বল
সংক্ষিপ্ত বিস্তৃত
উদয়অস্ত
হারজিত
ক্রয়বিক্রয়
গরিষ্ঠ লঘিষ্ঠ
জন্মমৃত্যু
আবাহনবিসর্জন
অমৃতগরল
সৃষ্টিবিনাশ
আরোহণঅবরোহণ
তিরস্কারপুরস্কার
সুশ্রীকুশ্রী
নবীনপ্রবীন
অগ্রপশ্চাৎ
কেনাবেচা
কাঁচাপাকা
কঠিনতরল
চঞ্চলসিথর
চড়াই উতরাই
যাওয়াআসা
চালাক বোকা
উদয় অস্ত
উপকার অপকার
আয় ব্যয়
আবির্ভগতিরোভাব
আশা নিরাশা
পবিত্র অপবিত্র
পূর্ণ শূন্য
উচ্চনীচ
বাধ্যঅবাধ্য
বন্ধুশত্রু
বিরহমিলন
ভারি হালকা
মোটারোগা
যাওয়াআসা
যোগবিয়োগ
লাভক্ষতি
জানাঅজানা
নির্দয়সদয়
খুশিঅখুশি
নারীপুরুষ
রুষ্টতুষ্ট
প্রত্যক্ষপরোক্ষ
যোশঅপযোশ
বন্ধনমুক্ত
ঘাতপ্রতিঘাত
জাগ্রতসুপ্ত
নম্রউদ্ধত
প্রাচীননবীন
আবাহনবিসর্জন
হাসিকান্না
প্রশ্নউত্তর
স্বাধীনতাঅধীনতা
ভবিষ্যৎঅতীত
শান্তিঅশান্তি
দখলবেদখল
নরমশক্ত

1 thought on “বিপরীত শব্দ কি? | বিপরীত শব্দের তালিকা”

Leave a Comment