নমস্কার বন্ধুগন আমাদের ওয়েবসাইট estudypoint.com স্বাগতম যেখানে আপনারা প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পাবেন।
আজকে আমরা একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি।এই চাকরির বিজ্ঞপ্তিটি রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্কে(The Eastern Railway Employees Co-Operative Bank Ltd) পোস্ট অফিসার, ম্যানেজার এবং ক্লার্ক এই তিনটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।।রাজ্য ২৩ টি জেলা থেকে আপনিও আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।যদি আপনি এই চাকরির জন্য ইচ্ছুক তাহলে বিষয় টি আরো জেনেনিন।
The Eastern Railway Employees Co-Operative Bank Ltd Recruitment 2021
নোটিশ নম্বর | MISC/01/2021 |
Total Vacancy (মোট শূন্যপদ) | ২১ |
Application Mode (আবেদন পদ্ধতি) | অনলাইন |
Name of the post (পোস্টের নাম) | পোস্ট অফিসার, ম্যানেজার এবং ক্লার্ক |
১. পোস্ট অফিসার(Post Officer) পদের বিবরণ
- শূন্যপদ – ২টি
- শিক্ষাগত যোগ্যতা – পোস্ট অফিসের এর ক্ষেত্রে M.Com/ I.C.W.A (inter)/ ICAI (inter) সঙ্গে একাউন্ট , ইনভেস্টমেন্ট, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তে ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন।
- বয়সসীমা – ১৮ থেকে ৪০ বছর
- মাসিক বেতন – ৪৪৯০০ টাকা
- আবেদন ফী – ১০০০ টাকা
২. ম্যানেজার (Manager) পদের বিবরণ
- শূন্যপদ – ৪টি
- শিক্ষাগত যোগ্যতা – কমার্স গ্রাজুয়েট সঙ্গে একাউন্ট , ইনভেস্টমেন্ট, ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তে ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন।
- বয়সসীমা – ১৮ থেকে ৪০ বছর
- মাসিক বেতন – ৩৫৪০০ টাকা
- আবেদন ফী – ১০০০ টাকা
৩. ক্লার্ক (Clerk) পদের বিবরণ
- শূন্যপদ – ১৫টি
- শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিষয়ে গ্রাজুয়েট তার সঙ্গে যদি একাউন্টস এবং আই টি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা – ১৮ থেকে ৪০ বছর
- মাসিক বেতন – ১৯৯০০ টাকা
- আবেদন ফী – ১০০০ টাকা
নির্বাচন পদ্ধতি – প্রতিটি পদের জন্য আবেদনকারীর অনলাইনে টেস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
পরীক্ষা কেন্দ্র – পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা, আসানসোল, ধানবাদ, পাটনা, ও বারাণসী।
আবেদন পদ্ধতি – আবেদনকারী রেলওয়ে ওয়েবসাইট গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন বা www.erecb.com এ আপনি আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন জমা শুরু | ২৪/১২/২০২১ |
আবেদন জমা এবং টাকা জমা শেষ তারিখ | ১৫/০১/২০২২ |
নোটিশ ডাউনলোড | ক্লিক করুন |
টেলিগ্রাম গ্রুপ | ক্লিক করুন |
নতুন চাকরির খবর | ক্লিক করুন |
ফেসবুক পেজ | ক্লিক করুন |