স্বাস্থ্য দপ্তরে মোট ১২০৩টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে

West Bengal State Health & Family Welfare Samiti অর্থাৎ WBSHFWS থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখান একটি পদে মোট 1203টি কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে আবেদন জানাতে পারবেন। আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হবে।

যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল CHO। এই পদের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বাষিক বেতন, আবেদন ফী, এবং বয়স আরোও বিভিন্ন বিষয়ের নিচে আলোচনা করা হল।

আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও স্কুল, কলেজের খবর পেয়ে যাবেন।খবর পেতে টেলিগ্রাম যুক্ত হন

WBSHFWS Recruitment 2022

পদের নাম – কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officer)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery) পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে সঙ্গে প্রার্থীকে কম্পিউটারে MS – Office এবং ইন্টারনেটের কাজ জেনে থাকতে হবে।

আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 100 লাগবে এবং অন্যান্যদের 50 টাকা আবেদন ফী লাগবে।

নিয়োগ প্রক্রিয়া – যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

বয়স সীমা – সর্বোচ্চ 40 বছর এবং OBC দের জন্য 3 বছর এবং সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্যদের জন্য বয়সে ছাড় থাকবে।

SCSTOBC-AOBC-BURPWDTotal
33090150105483451203

কমিউনিটি হেলথ অফিসার পদের আবেন্দন পদ্ধতি

এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে সম্পূর্ণভাবে www.wbhealth.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে জমা দিতে হবে।

আবেদন জমা শুরু১৬/০৬/২০২২
আবেদন জমা শেষ৩০/০৬/২০২২
নোটিশ ডাউনলোডক্লিক করুন
আবেদনের লিংকক্লিক করুন
টেলিগ্রাম গ্রুপক্লিক করুন
নতুন চাকরির খবরক্লিক করুন
ফেসবুক পেজক্লিক করুন
Follow On Google News

Leave a Comment