কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন টিকা

নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হল ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন।

কোড নেপোলিয়ন কি?

(১) আইনসমূহ রচনা: নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন ১৮০৪ খ্রিষ্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি ‘কোড নেপোলিয়ন (Code Nepoleon) বা ‘নেপোলিয়নের আইনসংহতি’ নামে পরিচিত।

(২) আইনসমূহের শ্রেণীবিভাগ: কোড নেপোলিয়নে মোট ২২৮৭টি (মতান্তরে ২২৮১ টি) আইন ছিল।এর আইনগুলি মূলত তিনভাগে বিভক্ত ছিল, যথা – (i) দেওয়ানি আইন, (ii) ফৌজদারি আইন এবং (iii) বানিজ্যিক আইন।

(৩) বৈশিষ্ট্য: কোড নেপোলিয়নের দ্বারা – (i) আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সময় প্রতিষ্ঠা করা হয়,

(ii) সামন্ততান্ত্রিক অসাম্যর বিলোপ ঘটানো,

(iii) ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়,

(iv) যোগ্যতার ভিত্তিতে সরকারী চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়,

(v) সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়,

(vi) ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয় এবং

(vii) অপরাধের শাস্তি হিসেবে জরিমানা, কারাদন্ড সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদন্ড প্রভিতির ব্যবস্থা করা হয়।

(৪) ত্রুটি: কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল। যেমন –
(i) এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস হয়,
(ii) স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিস্থিথয়,
(iii) পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বচিত করা হয় এবং
(iv) শ্রমিকশ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়।

উপসংহার: কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সে বিপ্লবপ্রসূত ভাব্ধারাগুলিকে আইনি স্বীকৃত দেন। অবশ্য এই আইনসংহতির কিছু ত্রুটিবিচুত্যি থেকেই গিয়েছিল।

1 thought on “কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন টিকা”

Leave a Comment