সরল, জটিল ও যৌগিক – বাক্যের এই তিন গঠনগত বিভাগের পারস্পরিক পরিবর্তনকে বলে বাক্য পরিবর্তন। কিভাবে এই পরিবর্তন করতে হয় দেখো –
সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর
১. সরল : সংবাদটি শুনে সে বিস্মিত হল।
জটিল : যখন সে সংবাদটি শুনল তখন সে বিস্মিত হল।
২. সরল : বলেই সে বাড়িমুখো রওনা দিল।
জটিল : যেমনি বলল অমনি সে বাড়িমুখো রওনা দিল।
৩. সরল : বিজ্ঞানীরা ভূত বিশ্বাস করেন না।
জটিল : যারা বিজ্ঞানী তাঁরা ভূত বিশ্বাস করেন না।
৪. সরল : দিলে নিয়ো।
জটিল : যদি দেয় তবে নিয়ো।
৫. সরল : কর্ম অনুসারে ফল।
জটিল : যেমন কর্ম তেমন ফল।
জটিল বাক্য থেকে সরল বাক্য রূপান্তর
১. জটিল : যিনি কাল এসেছিলেন তিনি একজন ডাক্তার।
সরল : কাল একজন ডাক্তার এসেছিলেন।
২. জটিল : যখন রাত হবে তখন আলো জ্বলবে।
সরল : রাত হলে এল জ্বলবে।
৩. জটিল : যদিও সে অসুস্থ তবুও স্কুলে গেল।
সরল : অসুস্থতা অবস্থায় সে স্কুলে গেল।
৪. জটিল : যে পড়াশোনা করে সেই জ্ঞানী।
সরল : পড়াশোনা করা ব্যক্তি জ্ঞানী।
৫. জটিল : যে দেখেছে সেই আশ্চর্য হয়েছে।
সরল : দর্শক মাত্রই আশ্চর্য হয়েছে।
সরল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর
১. সরল : ভোরে উঠে ভ্রমন করবে।
যৌগিক : ভোরে উঠবে এবং ভ্রমন করবে।
২. সরল : বয়সে ছোট হলেও তার বুদ্ধি প্রখর।
যৌগিক : বয়সে ছোট কিন্তু তার বুদ্ধি প্রখর।
৩. সরল : টিভি দেখলেও বেশিক্ষণ দেখবে না।
যৌগিক : টিভি দেখবে কিন্তু বেশিক্ষণ নই।
৪. সরল : বাড়ি গিয়েই ভাত খাব।
যৌগিক : বাড়ি যাব এবং ভাত খাব।
৫. সরল : জোরে না বললে কেউ শুনতে পাবে না।
যৌগিক : জোরে বলো নাহলে কেউ শুনতে পাবে না।
যৌগিক বাক্য থেকে সরল বাক্য রূপান্তর
১. যৌগিক : সন্ধ্যা হবে এবং ফিরব।
সরল : সন্ধ্যা হলে বাড়ি ফিরব।
২. যৌগিক : স্টেশন এলাম আর ট্রেনটা ছেড়ে দিল।
সরল : স্টেশনে এলেই ট্রেনটা ছেড়ে দিল।
৩. যৌগিক : সূর্য ওঠে এবং কুয়াশা দূর হয়।
সরল : সূর্য উঠলে কুয়াশা দূর হয়।
৪. যৌগিক : যেতে পারি কিন্তু কেন যাব।
সরল : যেতে পারলেও কেন যাব।
৫. যৌগিক : মুষলধারে বৃষ্টি হচ্ছে তাই রাস্তায় জল জমবে।
সরল : মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে রাস্তায় জল জমবে।
জটিল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তর
১. জটিল : যদিও বর্ষাকাল তবুও মেঘের দেখা নেই।
যৌগিক : বর্ষাকাল কিন্তু মেঘের দেখ্সা নেই।
২. জটিল : যখন দেবে তখন নেবে।
যৌগিক : দেবে এবং নেবে।
৩. জটিল : যেই বৃষ্টি এল সেই ব্যাঙের ডাক শুরু হল।
যৌগিক : বৃষ্টি এল এবং ব্যাঙের ডাক শুরু হল।
৪. জটিল : যদিও এটা জঙ্গল তবুও মানুষ বাস করে।
যৌগিক : এটা জঙ্গল কিন্তু মানুষ বাস করে।
৫. জটিল : যেহেতু সে পড়াশোনা করে সেহেতু সকলে তাকে ভালোবাসা।
যৌগিক : সে পড়াশোনা করে, তাই সকলে তাকে ভালোবাসে।
যৌগিক থেকে জটিল বাক্য রূপান্তর
১. যৌগিক : রোদ উঠেছে, তাই খেলতে যাব।
জটিল : যেহেতু রোদ উঠেছে সেহেতু খেলতে যাব।
২. যৌগিক : কাদা কিন্তু রাস্তাটি চওড়া।
জটিল : যদিও কাদা তবুও রাস্তাটি চওড়া।
৩. যৌগিক : এখন রাত, তাই বাইরে যেও না।
জটিল : যেহেতু এখন রাত সেহেতু বাইরে যেও না।
৪. যৌগিক : লোকটি সরল অথচ জ্ঞানী।
জটিল : যদিও লোকটি সরল তথাপি সে জ্ঞানী।
৫. যৌগিক : বুঝবে তারপর লিখবে।
জটিল : যখন বুঝবে তখন লিখবে।
Very good
It really help me . Thank you estudy .
Thank you
Thankyou it’s very helpful