Model Activity Task Class 8 Geography January 2022 Part 1| অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 8 Poribesh O Bhugol January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 8 Geography January 2022 Part 1

Model Activity Task Class 8 Geography January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
পরিবেশ ও ভূগোল
পূর্ণমান – ২০


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×২=২

১.১ শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো—

(ক) ভূত্বক

(খ) অ্যাস্সেনোস্ফিয়ার

(গ) অন্তঃগুরুমণ্ডল

(ঘ) বহিঃ কেন্দ্রমণ্ডল

উত্তরঃ শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলো অ্যাস্সেনোস্ফিয়ার

১.২ নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো—

নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো

(ক) রেপিত্তি

(খ) কনরাড

(গ) গুটেনবার্গ

(ঘ) লেহম্যান

উত্তরঃ তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলো লেহম্যান


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : ১×৩=৩

২.১.১ ‘S’ তরঙ্গ __________________ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।

উত্তরঃ ‘S’ তরঙ্গ তরল বা অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।

২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব __________________ ।

উত্তরঃ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি

২.১.৩ ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে __________________ ।

উত্তরঃ ভূত্বক ও গুরুমণ্ডলের উপরিঅংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল


২.২ বাক্যটি ‘সত্য’ হলে ঠিক এবং অসত্য হলে ‘ভুল’ লেখো : ১×৩=৩

২.২.১ P তরঙ্গ ভূতঅভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

উত্তরঃ ভুল

২.২.২ কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।

উত্তরঃ ভুল

২.২.৩ সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নীচে অবস্থান করে।

উত্তরঃ সত্য


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২ = ৪

৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করো।

বিষয়ম্যাগমালাভা
সংজ্ঞাভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণ কে ম্যাগমা বলেলাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাস্প হীন শিলার মিশ্রণ
তাপমাত্রাম্যাগমার তাপমাত্রা লাভা অপেক্ষা বেশি।লাভার তাপমাত্রা ম্যাগমা অপেক্ষা কম।
প্রকৃতিম্যাগমা হলো ভূ-অভ্যন্তরের বিভিন্ন প্রকার খনিজের তরল মিশ্রন।লাভা হলো ভূপৃষ্ঠে সঞ্চিত বিভিন্ন প্রকার খনিজের তরল ও কঠিন মিশ্রন।

৩.২ ক্লোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করো।

বিষয়ক্রোফেসিমানিফেসিমা
বিস্তারগুরুমণ্ডলে ৩০-৭০০ কিমি পর্যন্ত বিস্তৃত।গুরুমণ্ডলে ৭০০-২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত।
উপাদানএই স্তরটি ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত।এই স্তরটি নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) দ্বারা গঠিত।
ঘনত্বএই স্তরের ঘনত্ব ৩.৪-৪.৪ গ্রাম / ঘনসেমি।এই স্তরের ঘনত্ব ৪.৪-৫.৬ গ্রাম / ঘনসেমি।
Class 8 Poribesh O Bhugol Model Activity Task 2022


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩×১=৩

ভূঅভ্যন্তরের পরিচলন স্রোতের ভূমিকা উল্লেখ করো।

উত্তর- ভূগর্ভের তাপে সান্দ্র অবস্থায় থাকা পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের ঠান্ডা, ভারী পদার্থ নীচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে এই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায়। পরিচলন স্রোত ভূগর্ভের তাপকে ওপরের দিকে বয়ে নিয়ে আসে। পাতের সঞ্চালনেও পরিচলন স্রোত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫×১=৫

পৃথিবীর অভ্যন্তরভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(ক) পৃথিবীর অভ্যন্তরভাগের গড় ঘনত্ব ৫.৫ গ্রাম/ঘনসেমি।

(খ) ভূপৃষ্ট থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬৩৭০ কিমি।

(গ) পৃথিবীর অভ্যন্তরভাগ প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় – শিলামন্ডল , গুরুমন্ডল , কেন্দ্রমন্ডল ।

(ঘ) পৃথিবীর অভ্যন্তর একাধিক স্তরে বিভক্ত।


(All Subject) Class 8 Model Activity Task January 2022 Part 1 | অষ্টম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 8 Model Activity Task Bengali January 2022 Part 1| অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Model Activity Task Class 8 English January 2022 Part 1

Model Activity Task Class 8 History January 2022 Part 1| অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২



Leave a Comment