Model Activity Task Class 8 Bengali January 2022 Part 1| অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 8 Bengali January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 8 Bengali January 2022 Part 1

Model Activity Task Class 8 Bengali January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
বাংলা
পূর্ণমান – ২০


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩

১.১ ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে

(ক) পুনশ্চ
(খ) খেয়া
(গ) শেষলেখা
(ঘ) ক্ষণিকা

উত্তরঃ ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ক্ষণিকা কাব্যগ্রন্থে রয়েছে।

১.২ ‘অনেক ___________________ কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে’ – শূন্যস্থানে বসবে

(ক) ঝগড়া
(খ) শঙ্কা
(গ) ঝঞ্জা
(ঘ) অশ্রু

উত্তরঃ ‘অনেক ঝঞ্জা কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে’

১.৩ ‘আকাশ তবু  _________________ থাকে – শূন্যস্থানে বসবে

(ক) ডাগর
(খ) সুনীল
(গ) আঁধার
(ঘ) মস্ত

উত্তরঃ ‘আকাশ তবু সুনীল থাকে


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩

২.১ ‘কতকটা এ ভবের গতিক – ‘ভবের গতিক টি কী?

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ‘বোঝাপড়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

কবি বলেছেন আমাদের কেউ ভালোবাসে, কেউ বাসে না, কাউকে দেখা যায় সর্বস্ব বিকিয়ে দিতে আবার কেউ সিকি পয়সা ধার দেয় না। কবি এটাই ভবের অর্থাৎ পৃথিবীর গতিক বলে বুঝিয়েছেন। 

২.২ ‘চলে আসছে এমনি রকম – কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন?

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ‘বোঝাপড়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

কবি বলেছেন মানুষের ভাগ্য চিরদিন একইরকম থাকে না। একজন মানুষ কিছুটা সুখ ভোগ করার পরেই আসে দুঃখ, তখন হয়তো অপর ব্যাক্তি সুখ ভোগের সৌভাগ্য লাভ করে। মানুষের আবির্ভভাবে শুরু থেকেই এই নিয়ম চলে আসছে।

২.৩ ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ – কোন বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে।

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ‘বোঝাপড়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

কবি কারো সঙ্গে কোনো রকম বিবাদ না করে ভালো মন্দ যাই আসুক মেনে নিয়ে এগিয়ে চলাকেই শ্রেয় বলেছেন।


নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩x৩=৯

৩.১ ‘তবু ভেবে দেখতে গেলে’ – কবি কী ভেবে দেখার কথা বলেছেন? –

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে।

জগতে কেউ কারো মত হুবহু এক বৈশিষ্টের হয় না। তবুও সবাই একে অপরকে পিছনে ফেলে এগোতে চায়। তাই কবি ভেবে দেখতে বলেছেন, যে খুশির জন্য আমরা এমন করি তা তো একজনের প্রতি ভালোবেসে হাত বাড়ালেই পাওয়া যায়।

৩.২ ‘শঙ্কা যেথায় করে না কেউ / সেইখানে হয় জাহাজ ডুবি। — উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। –

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বোঝাপড়া’ কবিতা থেকে গৃহীত হয়েছে।

কবিগুরু বলেন জীবনে বহু দুঃখ কষ্ট, ঝড় ঝঞ্ঝার, বাধা-বিপত্তির পরে পাওয়া সুখ কখন কোন আঘাতে যে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না।এমন অনেক কিছু আছে যা আমরা গুরুত্বপূর্ণ মনে করিনা অথচ সেটাই অপ্রত্যাশিত ভাবে আঘাত হানতে পারে। এই জন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন।

৩.৩ ‘দোহাই তবে এ কার্যটা / যত শীঘ্র পারো সারো”। কবি কোন্ কার্যটা দ্রুত সারতে বলেছেন?

উত্তরঃ উদ্ধৃত উক্তিটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘বোঝাপড়া’ কবিতা থেকে গৃহীত হয়েছে ।

জীবনের বিপর্যয়ের সময় আসলে মানুষ নিজের ভাগ্যকে দূষতে থাকে। নিজেদের দুর্ভাগ্য এর জন্য বিধাতাকে দায়ী করা ঠিক নয়।কিন্তু এতে নিজের ক্ষতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই হাহাকার করে সময় নষ্ট না করার কথা বলেছেন কবি এবং ভাগ্যের দোহাই ছেড়ে যতখানি সম্ভব নিজের উদ্যোগে এগিয়ে চলার উপদেশ দিয়েছেন।


৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :  ৫

‘ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে –

পঙ্ক্তিদুটি ‘বোঝাপড়া’ কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো।   ১+8

উত্তরঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘বোঝাপড়া’ কবিতায় আলোচ্য পঙক্তিদুটি পাঁচবার ব্যবহার করা হয়েছে।

কবি বলেছেন জীবনে চলার পথে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কোনো রকম ঝগড়া বিবাদে কান না দিয়ে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই উদ্ধৃত পঙক্তিদুটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন পরিস্থিতি যতই খারাপ হোকনা, সত্য কে সত্য বলেই গ্রহন করতে হবে। অনেক বিপদের পর যখন সুখের আশা করা শুরু হয় ঠিক তখনই হয়ত নতুন বিপদ আসতে পারে। এক্ষেত্রেও বিধির সাথে না বিবাদ করে, মনের সাথে বোঝাপড়া করতে।

Class 8 All Subject Model Activity Task January 2022



Leave a Comment