Model Activity Task Class 8 Swasthyo O Sharirsikkha January 2022 Part 1| অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 8 Swasthyo O Sharirsikkha January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 8 Swasthyo O Sharirsikkha January 2022 Part 1

Model Activity Task Class 8 Swasthyo O Sharirsikkha January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ২০


১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : ১×৬=৬

(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার ________________।

(i) কর্মসূচি

(ii) ক্রিয়াকৌশল

(iii) উন্নতি

(iv) পূর্ণবিকাশ

উত্তরঃ শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার পূর্ণবিকাশ

(খ) শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ________________ গড়ে ওঠে।

(i) ব্যক্তিত্ব

(ii) শৈশব

(iii) আচরণবিধি

(iv) শৃঙ্খ

উত্তরঃ শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে।

(গ) শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে ________________।

(i) অবহেলিত

(ii) গৌণ

(iii) স্বাভাবিক

(iv) অনস্বীকার্য

উত্তরঃ শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য

(ঘ) শারীরশিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হল __________________ ।

(i) সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ

(ii) মানসিক বিকাশ

(iii) অভ্যাস গঠন

(iv) আন্তর্জাতিক বোঝাপড়া

উত্তরঃ শারীরশিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হল সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ

(ঙ) স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল ____________________ ।

(i) নমনীয়তা

(ii) গতি

(iii) ক্ষিপ্রতা

(iv) ভারসাম্য

উত্তরঃ স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল নমনীয়তা

(চ) দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো ____________________ ।

(i) সমন্বয় সাধন

(ii) দেহ উপাদান

(iii) নমনীয়তা

(iv) পেশি সহনশীলতা

উত্তরঃ দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলো সমন্বয় সাধন

২। বাম স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করো। ১ x 8=8

বাম স্তম্ভডান স্তম্ভ 
(ক) গতি(iii) ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব
(খ) প্রতিক্রিয়া সময়(iv) নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়
(গ) নমনীয়তা(i) অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা
(ঘ) ক্ষিপ্রতা(ii) শাটল রান
Model Activity Task Class 8 Swasthyo O Sharirsikkha January 2022 Part 1

(ক) আধুনিক জীবনে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো।

উত্তরঃ আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা –

(১) শিশুর সর্বাঙ্গিণ বিকাশ।

(২) শারীরিক বৃদ্ধি ও উন্নতি।

(৩) বৌদ্ধিক বিকাশ।

(৪) সামাজিক সমন্বয়সাধন।

(৫) শারীরিক সক্ষমতা বৃদ্ধি।

(৬) স্নায়ু ও পেশির সমন্বয়সাধন।

(৭) মূল্যবোধের বিকাশ।

(৮) বিনোদন।

(৯) জাতীয়সংহতি রক্ষা করা।

(১০) আন্তর্জাতিক বোঝাপড়া।

(All Subject) Class 8 Model Activity Task January 2022 Part 1 | অষ্টম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 8 Model Activity Task Bengali January 2022 Part 1| অষ্টম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

Model Activity Task Class 8 English January 2022 Part 1

Model Activity Task Class 8 History January 2022 Part 1| অষ্টম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২



Leave a Comment