Class 7 Poribesh O Bigyan Model Activity Task 2022 Part 1 | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Class 7 Poribesh O Bigyan Model Activity Task 2022 Part 1) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Class 7 Poribesh O Bigyan Model Activity Task 2022 Part 1

Class 7 Poribesh O Bigyan Model Activity Task 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান – ২০


১. ঠিক উত্তর নির্বাচন করো : ১x8=8

১.১ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে –

(ক) 100, 0º

(খ) 0⁰, 100º

(গ) 212⁰, 32°

(ঘ) 320, 2120

উত্তরঃ ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক 212⁰, 32°

১.২ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় –

(ক) 100°, 212

(খ) 212° , 0°

(গ) 32°, 0⁰

(ঘ) 0°, 32°

উত্তরঃ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় – 0°, 32°

১.৩ তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় –

(ক) গলন

(খ) বাষ্পীভবন

(গ) ঊর্ধ্বপাতন

(ঘ) ঘনীভবন

উত্তরঃ তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় – বাষ্পীভবন

১.৪ জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal/গ্রাম কথার অর্থ হলো –

(ক) 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে।

(খ) 1 গ্রাম জল সম উন্নতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশে 540 cal তাপ বর্জন করবে।

(গ) 1 গ্রাম জল থেকে 25°C উষ্ণতার 1 গ্রাম বাষ্প পেতে হলে 540 cal তাপ দিতে হবে।

(ঘ) 1 গ্রাম জল থেকে 25°C উন্নতার 1 গ্রাম বাষ্প পেতে হলে বরফ থেকে 540 cal তাপ নিষ্কাশন করতে হবে।

উত্তরঃ জলের বাষ্পীভবনের লীন তাপ 540 cal/গ্রাম কথার অর্থ হলো – 1 গ্রাম জল সম উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 cal তাপ গ্রহণ করবে।

২. ঠিক বাক্যের পাশে  আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ১x8= 8

২.১ তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি।

উত্তরঃ ঠিক january model activity task class 7 part 1

২.২ সব উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে।

উত্তরঃ ভুল

২.৩ SI পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি।

উত্তরঃ ভুল

২.৪ সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে।

উত্তরঃ ঠিক january model activity task class 7 part 1

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬

৩.২ গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তরঃ মাটির কলসির গায়ে অসংখ ছিদ্র থাকে এবং যার মাধ্যমে কিছু পরিমান জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসি ও কলসির ভেতরের থেকে সংগ্রহিত হয়। ফলে কলসি ও কলসির ঠান্ডা হয়ে যায়। এর ফলে গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে।

৩.৩ মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি। একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উন্নতা বেশি হবে? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উন্নতা একই আছে।

উত্তরঃ দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ দিলে, যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটির তুলনায় কম হয়। এখানে জলের আপেক্ষিক তাপ, মাটির আপেক্ষিক তাপ এর তুলনায় অনেক বেশি। তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জলকে সমপরিমাণ তাপ দিলে জল এর তুলনায় মাটির উষ্ণতা বেশি হবে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩×২=৬

8.১  – 40° F কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তা নির্ণয় করো।

উত্তরঃ আমরা জানি,

 - 40° F কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তা নির্ণয় করো।
Class 7 Poribesh O Bigyan Model Activity Task 2022 Part 1

তাহলে – 40° F = – 40°C

৪.২ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো নীচের কথাটি কেন সবসময় ঠিক নয়—“কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সবসময়েই তার উন্নতা বৃদ্ধি পাবে।”

উত্তরঃ 0°C উষ্ণতার এক টুকরো বরফকে ঘরের উষ্ণতায় (25°C) একটি গ্লাসে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গলে জলে পরিবর্তন হয়েছে। গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা 0°C রয়েছে। অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে “কোন পদার্থে তাপ প্রয়োগ করলে সব সময়েই তার উষ্ণতা বৃদ্ধি পাবে” এই কথাটি সব সময় ঠিক নয়।

Class 7 History Model Activity Task January 2022

Class 7 English Model Activity Task January 2022

Class 7 Bengali Model Activity Task January 2022



Leave a Comment