Class 7 Mathematics Model Activity Task January 2022 Part 1 |সপ্তম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Class 7 Mathematics Model Activity Task January 2022 Part 1) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের সপ্তম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Class 7 Mathematics Model Activity Task January 2022 Part 1

Model Activity Task Class 7 Mathematics January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণী
গণিত
পূর্ণমান – ২০


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –  1×3=3

1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক)  1/2 ভগ্নাংশটির মধ্যে  1/6 আছে—

(a) 2 বার

(b) 3 বার

(e) 1/3  বার

(d)  1/12 বার

উত্তরঃ (b) 3 বার

(খ) গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14  অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মােট করেছেন —

(a) 2/14 অংশ

(b) 15/14 অংশ

(c) 1 অংশ

(d) 8/14 অংশ

উত্তরঃ 6/14 অংশ

(গ) (+4) -(-3) -এর মান হলাে,

(a) 1

(b) -1

(c) 7 

(d) -7

উত্তরঃ (+4) -(-3) -এর মান হলাে

2. সত্য/মিথ্যা লেখাে : 1×3=3 

(ক) পূর্ণসংখ্যার যােগ সংযােগ নিয়ম মেনে চলে।

উত্তরঃ সত্য

প্রদত্ত বিবৃতিটি মিথ্যা

উত্তরঃ মিথ্যা 

(গ) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

উত্তরঃ সত্য

3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×3=6 

(ক) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত নির্ণয় করাে। 

1.25 টাকা, 5 টাকার শতকরা কত নির্ণয় করাে। 
Class 7 Mathematics Model Activity Task January 2022 Part 1

(খ) একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে।

 একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়। তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে।

(গ) একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যােগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করাে। 

একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যােগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে

4. (ক) চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ?      4×2=8 

চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ?

(খ) চাঁদার সাহায্যে 72° কোণ আঁকো। পেনসিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করাে। চাঁদা দিয়ে মেপে কোণদুটির মান লেখাে।

চাঁদার সাহায্যে 72° কোণ আঁকো। পেনসিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করাে। চাঁদা দিয়ে মেপে কোণদুটির মান লেখাে।

Class 7 History Model Activity Task January 2022

Class 7 English Model Activity Task January 2022

Class 7 Bengali Model Activity Task January 2022



Leave a Comment