Class 8 Geography Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২ (Model Activity Task Class 8 Geography Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।
Model Activity Task Class 8 Poribesh O Bhugol 2022 – এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে কিছু ১, ৩ ও ৫ নম্বরের প্রশ্ন আছে এবং যার উত্তর আমাদের ওয়েবসাইট তোমরা খুব সহজেই পেয়ে যাবে।
Model Activity Task Class 8 Geography
Poribesh O Bhugol (পরিবেশ ও ভূগোল)
পূর্ণমান: ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ মহীসঞরণ তত্ত্বটির প্রবক্তা হলেন —
(ক) মর্গ্যান
(খ) পির্চো
(গ) পার্কার
(ঘ) ওয়েগনার
উত্তরঃ মহীসঞরণ তত্ত্বটির প্রবক্তা হলেন ওয়েগনার l
১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে —
(ক) মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষে
(খ) মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(গ) মহাসাগরীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(ঘ) মহাদেশীয়-মহাদেশীয় পাতের পরস্পর বিপরীতমুখী চলনে
উত্তরঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে মহাদেশীয়-মহাসাগরীয় পাতের সংঘর্ষে l
১.৩ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে —
(ক) গাইজার
(খ) ম্যাগমা
(গ) সুনামি
(ঘ) অগ্নম
উত্তরঃ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে সুনামি l
২.১ ‘ক’ স্তম্ভের সঙ্গে মেলাও : ১x৩=৩
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
২.১.১ গঠনকারী পাতসীমানা | ২. পরস্পর বিপরীতমুখী পাতের চলন |
২.১.২ পাহােহাে | ৩. লাভা |
২.১.৩ মাউন্ট পােপা | ১. মৃত আগ্নেয়গিরি |
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১x২=২
২.২.১ কোন পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না?
উত্তরঃ নিরপেক্ষ পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না l
২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়?
উত্তরঃ প্রাথমিক ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়ে প্রবাহিত হয় l
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪
৩.১ অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন?
উত্তরঃ দুটি পাত যখন পরস্পরের দিকেএগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয় তখন তাকে অভিসারী পাত সীমানা বলে।
যেহেতু, এই পাত সীমানায় একটি পাত (ভারী পাতটি) নিম্নগামী হয়ে অন্যটির নীচে প্রবেশ করে এবং প্রচণ্ড উষ্ণতায় গলে যায়, তাই একে বিনাশকারী পাত সীমানা বলে।
৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
উত্তরঃ
ভূমিকম্পের কেন্দ্র | ভূমিকম্পের উপকেন্দ্র |
---|---|
ভূপৃষ্ঠের নিচে ভূ-অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে l | কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে l |
অধিকাংশ কেন্দ্র থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে l | উপকেন্দ্র ভূপৃষ্ঠের অবস্থান করে l |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩x১=৩
‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়’ ভূমিকম্পপ্রবণ কেন?
উত্তরঃ পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি, প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রয়েছে l অধিকাংশ আগ্নেয়গিরি পাতসীমানায় অবস্থান করায় অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে l এই কারণে প্রশান্ত মহাসাগর আগ্নিয়বলয় অত্যন্ত ভূমিকম্পপ্রবণ l পৃথিবীর প্রায় 70 শতাংশ ভূমিকম্প এই বলয়ে হয়ে থাকে l
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ x১=৫
কীভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করাে।
উত্তরঃ
Class 8 English Model Activity Task Part 2 February 2022
Note: For any copyright related issue please contact us