Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 | অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২

Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি (Model Activity Task Class 8 Mathematics Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।

Model Activity Task Class 8 Mathematics 2022 – এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে কিছু ১, ৩ ও ৫ নম্বরের প্রশ্ন আছে এবং যার উত্তর আমাদের ওয়েবসাইট তোমরা খুব সহজেই পেয়ে যাবে।

Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022
Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022

Model Activity Task Class 8 Mathematics

Mathematics (গণিত)

পূর্ণমান: ২০


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – 

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে – 

(a) 0°

(b) 90° 

(c) 180°

(d) 360°

উত্তরঃ একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণের পরিমাপ হবে 360°

(খ) যখন কোনাে তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলাে 

(a) পিক্টোগ্রাফ

(b) একক স্তম্ভ চিত্র 

(c) দ্বিস্ত লেখ

(d) পাই চিত্র 

উত্তরঃ যখন কোনাে তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের চিত্রের দ্বারা প্রকাশ করা হয় তখন সেই চিত্রটি হলাে  পাই চিত্র 

২. সত্য/মিথ্যা লেখাে :১x৩=৩

(ক) পাই চিত্রে কোনাে বৃত্তার ক্ষেত্রফল তথ্যের অংশের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। 

উত্তরঃ সত্য

(খ) কোনাে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তথ্যের অংশকে প্রকাশ করতে পারে না। 

উত্তরঃ মিথ্যা

(গ) কেন্দ্রীয় কোণ ঋণাত্মক হতে পারে।

উত্তরঃ মিথ্যা

৩.একজন ছাত্র একটি পরীক্ষায় বাংলা, ইংরাজী, অঙ্ক এবং বিজ্ঞানে যে নম্বরগুলি পেয়েছে তা একটি পাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলাে। ছাত্রটি মােট 300 নম্বর পেয়েছে।

 Activity Task 2022 CLASS VIII Math

(ক) যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলাে

(a) বাংলা 

(b) গণিত 

(c) বিজ্ঞান 

(d) ইংরাজি

উত্তরঃ যে বিষয়ে সবথেকে কম নম্বর পেয়েছে সেই বিষয়টি হলাে (d) ইংরাজি

(খ) কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে?

উত্তরঃ যে বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছে সেটি হল বাংলা।

(গ) এই ৩০০ নম্বরের শতকরা কত নম্বর অঙ্কে পেয়েছে?

উত্তরঃ

৪. (ক) একটি ছাত্রী বিভিন্ন বিষয়ে যে নম্বরগুলি পেয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলাে 

উত্তরঃ

(খ) শূন্যস্থান পূরণ করাে :

রম্বসের (a) সব বাহুগুলির দৈর্ঘ্য সমান

(b) বিপরীত কোণগুলির পরিমাপ সমান

(c) সাধারণত কর্ণগুলির দৈর্ঘ্য অসমান

(d) কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে


Class 8 History Model Activity Task Part 2 February 2022 |অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 8 Bengali Model Activity Task Part 2 February 2022 |অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২

Class 8 Geography Model Activity Task Part 2 February 2022 | অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 8 Science Model Activity Task Part 2 February 2022 | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Class 8 Mathematics Model Activity Task Part 2 February 2022 | অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি পার্ট ২ ফেব্রুয়ারী ২০২২

Class 8 English Model Activity Task Part 2 February 2022



Note: For any copyright related issue please contact us

Leave a Comment