Class 9 Mathematics Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২

Class 9 Mathematics Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি (Model Activity Task Class 9 Mathematics Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।

Class 9 Mathematics Model Activity Task Part 2 February 2022

Model Activity Task Class 9 Mathematics

Mathematics (গণিত)

পূর্ণমান: ২০


নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – 

1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×3=3

(i) বীজগাণিতিক সংখ্যামালা  x2 -এ

(a) x-কে সূচক এবং 2-কে নিধান বলে 

(b) x হলাে ধ্রুবক এবং 2 হলাে চল

(c) x-কে চল এবং 2-কে নিধান বলে 

(d) x-কে নিধান এবং 2-কে সূচক বলে

উত্তর: বীজগাণিতিক সংখ্যামালা x2 -এ x-কে নিধান এবং 2-কে সূচক বলে। 

(ii) xm x xn = x m+n, যেখানে

(a) x = 0 এবং m, n হলাে ঋণাত্মক পূর্ণসংখ্যা 

(b) x যেকোনাে বাস্তব সংখ্যা নয় এবং m, n হলাে ঋণাত্মক পূর্ণসংখ্যা 

(c) x যেকোনাে বাস্তব সংখ্যা এবং m, n হলাে ধনাত্মক পূর্ণসংখ্যা

(d) x বাস্তব সংখ্যা নয় এবং m, n হলাে ধনাত্মক পূর্ণসংখ্যা। 

উত্তর: xm x xn = x m+n যেখানে x যেকোনাে বাস্তব সংখ্যা এবং m, n হলাে ধনাত্মক পূর্ণসংখ্যা

(i) যদি x অশূন্য পূর্ণসংখ্যা হয় তাহলে  x0=

(a) 0

(b) -1 

(c) 1

(d) x

উত্তর: যদি x অশূন্য পূর্ণসংখ্যা হয় তাহলে  x0 = 1

2. সত্য/মিথ্যা লেখাে : 1×3=3

(i) 33 = (1/3)-2

উত্তর: মিথ্যা

(ii) xm × yn = (xy)mn, x, y হলাে বাস্তব সংখ্যা এবং m, n হলাে ধনাত্মক পূর্ণসংখ্যা

উত্তর: মিথ্যা।

(iii) x-5 = 1/x5, x হলাে যেকোনাে পূর্ণসংখ্যা

উত্তর: সত্য

class 9 mathematics

mathematics

Class 9 History Model Activity Task Part 2 February 2022 |নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 Bengali Model Activity Task Part 2 February 2022 |নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 English Model Activity Task Part 2 February 2022

Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২

Class 9 Geography Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 All Subject Model Activity Task 2022 Part 2 | নবম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২



Note: For any copyright related issue please contact us

Leave a Comment