Class 9 Geography Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 Geography Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা নবম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি (Model Activity Task Class 9 Bhugol Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।

Model Activity Task Class 9 Geography

Geography (ভূগোল)

পূর্ণমান: ২০


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১x৩ =৩

১.১ নীচের যে ক্ৰমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলাে—

(ক) কর্কটক্রান্তি রেখা – সুমেরুবৃত্ত রেখা – নিরক্ষরেখা – সুমেরু

(খ) নিরক্ষরেখা – কর্কটক্রান্তি রেখা – সুমেরুবৃত্ত রেখা – সুমেরু

(গ) সুমেরুবৃত্ত রেখা – কর্কটক্রান্তি রেখা – নিরক্ষরেখা – সুমেরু

(ঘ) সুমেরু – সুমেরুবৃত্ত রেখা – কর্কটক্রান্তি রেখা – নিরক্ষরেখা

উত্তরঃ যে ক্ৰমে পৃথিবীর আবর্তন বেগ ক্রমশ কমতে থাকে সেটি হলাে – নিরক্ষরেখা – কর্কটক্রান্তি রেখা – সুমেরুবৃত্ত রেখা – সুমেরু

১.২ পৃথিবীর আলােকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে—

(ক) মূলমধ্যরেখা

(খ) নিরক্ষরেখা

(গ) ছায়াবৃত্ত

(ঘ) মকরক্রান্তি রেখা

উত্তরঃ পৃথিবীর আলােকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের মধ্যবর্তী সীমারেখাকে বলে – নিরক্ষরেখা।

১.৩ ঠিক জোড়টি নির্বাচন করাে:

(ক) ২১ মার্চ – উত্তর গােলার্ধে দীর্ঘতম দিন, দক্ষিণ গােলার্ধে ক্ষুদ্রতম রাত

(খ) ২২ ডিসেম্বর – নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে

(গ) পৃথিবীর অনুসুর অবস্থান – উত্তর গােলার্ধে শরৎকাল

(ঘ) ২১ জুন – উত্তর অয়নান্ত দিবস

উত্তরঃ ঠিক জোড়টি হল – ২১ জুন – উত্তর অয়নান্ত দিবস।

২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে : ১x২=২

২.১ কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিকবিক্ষেপ ঘটে।

উত্তরঃ সত্য

২.২ ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণাভিমুখী চলন লক্ষ করা যায়।

উত্তরঃ ভুল

২.২ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১x৩=৩

‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
২.২.১ আয়নােস্ফিয়ার২. মেরুপ্রভা
২.২.২ ফুকো৩.পৃথিবীর আবর্তন গতির পরীক্ষা
২.২.৩ বিষুব১. সমান দিন ও রাত

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪

৩.১ সৌরদিন বলতে কী বােঝাে?

উত্তর: পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর ক্রমাগত পশ্চিমদিক থেকে পূর্বদিকে আবর্তন করে চলেছে। পৃথিবীর এই আবর্তনের জন্য কোনাে নির্দিষ্ট দ্রাঘিমায় পরপর দুটি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ১ দিন, এই সময়টিকে সৌরদিন বলে ।

৩.২ অরােরা অস্ট্রালিস কাকে বলে?

উত্তর: ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত একটানা ছয় মাস কুমেরু অঞ্চলে রাত্রি থাকাকালীন আকাশে যে রামধনুর মতাে সুন্দর অস্পষ্ট আলাে বা জ্যোতি দেখা যায়, তাকে অরােরা অস্ট্রালিস বলে।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩x১=৩

“ঋতু পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর অক্ষের হেলানাে অবস্থানের প্রভাব সর্বাধিক।”—ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে।

উত্তর: পৃথিবী সূর্য পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66 1/2° কোণে হেলে থাকে। পৃথিবীর এই অবস্থানের জন্য উত্তাপের তারতম্য ঘটে। কারণ সূর্যের রশ্মি সর্বত্র পৃথিবীর উপর সমানভাবে পড়েনা। যার ফলে ঋতু পরিবর্তন দেখা যায়।

ব্যাখ্যা :- পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে, সেই অংশটি সূর্যের কাছাকাছি হওয়ার জন্য সূর্যকিরণ লম্বা হয়ে পড়ে আর সেই অংশে গ্রীষ্মকাল থাকে আর সূর্যের রশ্মি পৃথিবীর যেই অংশে তির্যকভাবে পরে সেখানে শীতকাল বিরাম করে থাকে। উত্তাপ এর তারতম্য ঘটে ঋতু পরিবর্তনের সাহায্য করে।

এককব্যবহার
মিটারদৈর্ঘ্য পরিমাপ
কিলােগ্রামভর পরিমাপে
সেকেন্ডসময় পরিমাপে
অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপে
কেলভিন উষ্ণতা পরিমাপে
ক্যান্ডেলা দীপন প্রাবল্যের পরিমাপে
মােলপদার্থের পরিমাণ

Class 9 Mathematics Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২

Class 9 Physical Science Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 History Model Activity Task Part 2 February 2022 |নবম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 Bengali Model Activity Task Part 2 February 2022 |নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 9 English Model Activity Task Part 2 February 2022

Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 | নবম শ্রেণীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২

Class 9 All Subject Model Activity Task 2022 Part 2 | নবম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২



Note: For any copyright related issue please contact us

Leave a Comment