Class 9 Math Kose Dekhi 1.2 | WBBSE Class 9 Maths Chapter 1.2

প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজনমত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই estudypoint.com ওয়েবসাইট বানিয়েছি।

আজকের এই পোস্টে আমরা মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর বাস্তব সংখ্যা : কষে দেখি – 1.2 ক্লাস 9 এই চ্যাপ্টারের গণিতের সম্পূর্ণ উত্তর দিয়েছি।

যদি তোমাদের আরো ও গণিতের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি।

Class 9 Math Kose Dekhi 1.2

1. নীচের বক্তব্যের কোনটি সত্য এবং কোনটি মিথ্যা লিখি:

(i) দুটি মূলদ সংখ্যার সমষ্টি একটি মূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ সত্য

(ii) দুটি অমূলদ সংখ্যার সমষ্টি একটি অমূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ সত্য

(iii) দুটি মূলদ সংখ্যার গুনফল সর্বদা মূলদ সংখ্যা হবে।

উত্তরঃ সত্য

(iv) দুটি অমূলদ সংখ্যার গুনফল একটি অমূলদ সংখ্যা হবে ।

উত্তরঃ মিথ্যা

(v) প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা ।

উত্তরঃ সত্য

(vi) প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা ।

উত্তরঃ সত্য

2. অমূলদ সংখ্যা বলতে কি বুঝি ? 4 টি অমূলদ সংখ্যা লিখি ।

উত্তরঃ যে সব সংখ্যাদের $\frac{p}{q}, (q\neq o), (p,q)=1$ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে।

যথা: $\sqrt{3}, \sqrt{2}, 2+\sqrt{3}$ ইত্যাদি অমূলদ সংখ্যা।

3. নীচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লেখ:

উত্তরঃ (i) $\sqrt{9}$

$=\sqrt{9}=3$

$=\sqrt{9}$ একটি মূলদ সংখ্যা

(ii) $\sqrt{225}$

$=\sqrt{225}=15$

$=\sqrt{225}$ একটি মূলদ সংখ্যা

(iii) $\sqrt{7}$

$=\sqrt{7}$ একটি অমূলদ সংখ্যা

(iv) $\sqrt{50}$

$=\sqrt{25\times 2}$

$=\sqrt{5\times5\times 2}$

$=5\sqrt{2}$

∴ $\sqrt{50}$ একটি অমূলদ সংখ্যা

(v) $\sqrt{100}$

$\sqrt{100}=10$

$=\sqrt{100}$ একটি মূলদ সংখ্যা

(vi) $-\sqrt{81}$

$-\sqrt{81}=-9$

$-\sqrt{81}$ একটি মূলদ সংখ্যা

(vii) $\sqrt{42}$

$=\sqrt{6\times7}$

$\sqrt{42}$ একটি অমূলদ সংখ্যা

(viii)$\sqrt{29}$

$\sqrt{29}$ একটি অমূলদ সংখ্যা

(ix) $-\sqrt{1000}$

$=-10\sqrt{10}$

$-\sqrt{1000}$ একটি অমূলদ সংখ্যা

Leave a Comment