Koshe Dekhi 1.2 Class 7 Solution

আজকের এই পোস্টে আমরা মধ্য শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর কষে দেখি 1.2 ক্লাস 7 | Koshe Dekhi 1.2 Class 7 Solution এই চ্যাপ্টারের গণিতের সম্পূর্ণ উত্তর দিয়েছি। যদি তোমাদের আরো ও গণিতের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি।

প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজনমত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই estudypoint.com ওয়েবসাইট বানিয়েছি।

Koshe Dekhi 1.2 Class 7 Solution

1 (i) 2 টাকার 12$\frac{1}{2}$ % কত পয়সা দেখি।

2 টাকা = 200 পয়সা

= 200 $\times {25}{2}$% পয়সা

= 200 $\times \frac{25}{2\times 100}$ পয়সা

= 25 পয়সা

(ii) 840 গ্রামের 30% কত গ্রাম দেখি।

= 840 $\times \frac{30}{100}$ গ্রাম

= 252 গ্রাম

(iii) 25 টাকার 8% কত টাকা দেখি।

= 25 $\times \frac{8}{100}$ টাকা

= 2 টাকা

(iv) 55 গ্রাম, 5 কিলােগ্রামের শতকরা কত দেখি।

5 কিলোগ্রাম = 5000 গ্রাম

= $\frac{55}{5000} \times 100$

= $\frac{11}{10} = 1\frac{1}{10}$%

(v) 1.25 টাকা, 5 টাকার শতকরা কত দেখি।

= $\frac{125}{5 \times 100} \times 100$

= 25%

(vi) 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি।

= $\frac{16}{1000} \times 100$

= 1.6%

 2. একটি বাড়িরই $\frac{1}{5}$ অংশ রং করা হয়েছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসাব করি।

সমাধান:

বাড়িটির রং বাকি আছে = $1 – \frac{1}{5} = \frac{5-1}{5} = \frac{4}{5}$ অংশ

∴ বাড়িটির শতকরা রং করা বাকি আছে = $\frac{4}{5} \times 100$ = 80%

উত্তর: বাড়িটির শতকরা 80% রং করা বাকি আছে।

 3. নূরজাহানের শ্রেণিতে 30% ছাত্রী আছে। শ্রেণির মােট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণিতে মােট কতজন ছাত্র আছে।

সমাধান:

ধরি, শ্রেনীর মোট ছাত্রছাত্রী 100%

নুরজাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা = (100 – 30)% = 70%

∴ নুরজাহানের শ্রেণীতে ছাত্রের সংখ্যা হল = $60 \times \frac{70}{100} = 42$ জন

 4. 120 কিগ্রা. মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%; ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা, আছে হিসাব করে লিখি।

সমাধান:

মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ = $120 \times \frac{60}{100} = 72$ কিলোগ্রাম

মিশ্র সারে পটাশের পরিমাণ = $120 \times \frac{40}{100} = 48$ কিলোগ্রাম

 5. আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে।

সমাধান:

স্কুলের খাতার দাম বেড়েছে = (12 – 10) = 2 টাকা

∴ শতকরা খাতার দাম বেড়েছে

= $\frac{2}{10} \times 100$ = 20%

উত্তর: খাতার দাম শতকরা 20% বেড়েছে।

 6. সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাসভাড়া লাগত। এখন তাকে ওই দুরত্ব যেতে 6 টাকা বাসভাড়া দিতে হয়। বাসভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি।

সমাধান:

বাড়ি থেকে স্কুলে যেতে বাসভাড়া বেড়েছে = (6 – 4) = 2 টাকা

∴ শতকরা বাসভাড়া বেড়েছে

= $\frac{2}{4} \times 100$ = 50%

 7. চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি।

সমাধান:

চিনির দাম বেড়েছে আগের তুলনায়

= 150 – 125 = 25 টাকা

∴ শতকরা চিনির দাম বেড়েছে

= $\frac{25}{125} \times 100$ = 20%

 8. রােজিনা 1 দিনে 90 টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65 টি অঙ্ক করেছে। ওই সময়ে রােজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রােজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি।

সমাধান:

রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে = (90 – 65) = 25টি

শতকরা রোজিনা বেশি অঙ্ক করেছে = $\frac{25}{90} \times 100$

= $27\frac{7}{9}$ %

শেফালী শতকরা কম পেয়েছে = $\frac{25}{65} \times 100$

= $38\frac{7}{13}$ %

 9. সুহাস বাবু তার মাসিক আয়ের 66$\frac{2 }{3}$খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি।

সমাধান:

$66\frac{2}{3} % = \frac{200}{3}$

$\frac{200}{3}$ = 3250 টাকা

1% = $\frac{3250 \times 3}{200}$ = 4875 টাকা

WBBSE Ganit Prabha Class 7 Solution

Leave a Comment