Koshe Dekhi 12.1 Class 7 | কষে দেখি 12.1 ক্লাস 7 | বীজগাণিতিক সূত্রাবলী

প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের প্রয়োজনমত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই estudypoint.com ওয়েবসাইট বানিয়েছি। আজকের এই পোস্টে আমরা মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর Koshe Dekhi 12.1 Class 7 এই চ্যাপ্টারের গণিতের সম্পূর্ণ উত্তর দিয়েছি।

যদি তোমাদের আরো ও গণিতের সমাধানের প্রয়োজন হয় তাহলে আমাদের এই ওয়েবসাইটের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি।

কষে দেখি 12.1 Class 7 : বীজগাণিতিক সূত্রাবলী | Koshe Dekhi 12.1 Class 7


1. (a+b) কে (a+b) দিয়ে গুণ করলে গুনফল নীচের কোনটি হবে দেখি ।

(i) a2+b2     (ii) (a+b)2      (iii) 2(a+b)      (iv) 4ab

উত্তরঃ (ii) (a+b)2

সমাধান: (a+b) x (a+b)

= a2 + ab + ab + b2

= a2 + 2ab + b2

= (a+b)2

2.  (x+7)= x2+14x+k -এর মান নীচের কোনটি হবে লিখি ।


(i) 14    (ii) 49     (iii) 7   (iv) কোনটিই নয় 

উত্তরঃ  (ii) 49

(x+7)2=x2+14+k

বা, x2+2.x.7+72 = x2+14x+k

বা, x2+14x+49 = x2+14x+k

∴ k = 49


3.  a2+b2 -এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি ।

(i) 4ab  (ii) – 4ab  (iii) 2ab বা – 2ab  (iv) 0

উত্তরঃ (iii) 2ab বা -2ab

a2+b2+2ab = (a+b)2 এবং a2+b2 – 2ab = (a-b)2


4. (a+b)2 = a2+6a+9 হলে b -এর ধনাত্মক মানের নীচের কোনটি হবে লিখি ।

(i) 9    (ii) 6    (iii) 3   (iv) -3

উত্তরঃ (iii) 3

(a+b)2 = a2 + 6a + 9

বা, a2 + 2ab + b2 = a2 + 6a + 9

2ab = 6a

বা, b = 6a2a

বা, b = 3


5. x2+ 14 এর সঙ্গে নীচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি।

(i) 164    (ii) – 164      (iii) 18    (iv) কোনটিই নয় ।

উত্তরঃ 164

x2 + 14x+164=x2+2.x18+(18)2

=(x+18)2


6. (i) k -এর মান কোন মান বা মানগুলির জন্য c2 +kc+19  পূর্ণবর্গ হবে তা লিখি।

c2 + kc + 19

= c2 + (19)2 + kc

= (c+13)22×c×13+kc

= (c+13)2+kc2c3

এখন, উপরের রাশিমালাটি পূর্ণবর্গ হবে যখন kc – 2c/3 = 0

বা, kc=2c3

বা, k = 2/3

কষে দেখি 12.1 Class 7


(ii)  9p2+ 1/9p2 সংখ্যামালা টি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি ।

উত্তর :

$9p2 + 19p2

= (3p)2 + (13p)2

= (3p)2 – 2. 3p . 13p+(13p)2+2×3p×13p

= (3p13p)2+2

সংখ্যামালাটি থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে।


(iii) (x-y)= 4-4y+y2 হলে x এর মান কত হবে তা নির্ণয় করি ।

সমাধানঃ

(x-y)2 = 4 – 4y + y2

বা,x2 -2xy +y2 = 4 – 4y +y2

∴ 2xy = 4y

বা, x = 4y2y    

∴ x = 2


(iv) (c-3)2 = c2 + kc +9 হলে k -এর মান কি হবে লিখি ।

সমাধান:

(c-3)2 = c2 + kc + 9

বা, c2 – 2.c.3 + 32 = c2 +kc + 9

বা, c2 – 6c + 9 = c2 + kc + 9

বা, -6c = kc

বা, k = -6


7. সুত্রের সাহায্যে সরল করি ।

(i) (2q – 3z)2 – 2(2q – 3z)(q-3z) + (q -3z)2

সমাধানঃ

(2q – 3z)2 – 2(2q – 3z)(q-3z) + (q -3z)2

= x2 – 2xy + y2 [ধরি, 2q – 3z = x এবং  q – 3z = y]

= (x – y)2

= {(2q – 3z) – (q-3z)}2 [ x ও y এর মান বসিয়ে পায়]

= (2q – 3z – q + 3z)2

= q2


(ii) (3p+2q-4r)2 + 2(3p+2q+4r)(4r-2p-q) + (4r-2p-q)2

সমাধানঃ

(3p+2q-4r)2+ 2(3p+2q+4r)(4r-2p-q) + (4r-2p-q)2

= x2 + 2xy + y2 [ধরি, 3p+2q-4r = x এবং 4r-2p-q = y]

= (x + y)2

= {(3p+2q-4r) + (4r -2p-q)}2 [x ও y মান বসিয়ে পায় ]

= (3p+2q-4r+4r-2p-q)2

= (p+q)2


8. পূর্ণবর্গাকারে প্রকাশ করিঃ

(i) 16a2 – 40ac + 25c2

সমাধানঃ

16a2 – 40ac + 25c2

= (4a)2 – 2.4a.5c + (5c)2

= (4a – 5c)2


(ii) 4p2 – 2p + 1/4

= (2p)2 – 2. 2p.1/2 + (1/4)2

= (2p – 1/4)2


(iii) 1 + 4a+4a2

= (1)2 + 2. 1. 2a+(2a)2

= (1 +2a)2


(iv) 9a2 + 24ab + 16b2

সমাধানঃ

9a2 + 24ab + 16b2

= (3a)2 +2.3a. 4b + (4ab)2

= (3a + 4b)2


9. পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করিঃ

(i) 64a2 + 16a + 1 ,যখন a = 1

সমাধানঃ

 64a2 + 16a + 1

= (8a)2 + 2.8a. 1 + (1)2

= (8a + 1)2

= (8.1 + 1)2     [ a=1 বসিয়ে পায়]

= (8 + 1)2 = 92 = 81


(ii) 25a2 – 30ab + 9b2 যখন a=3 এবং b=2

সমাধানঃ

25a2 – 30ab + 9b2

= (5a)2 – 2.5a. 3b + (3b)2

= (5a – 3b)2

= (5.3 – 3.2)2  [a = 3 এবং b=2 বসিয়ে পায়]

= (15 – 6)2 = 92 = 81


(iii) 64 – 16p+1p2 যখন p = -1

সমাধান:

= (8)2 – 2. 8. 1p+(1p)2

= (8 – 1p)2

= (8 – 11)2 [ p =-1 বসিয়ে পায়]

= (8 +1)2

= 92

= 81


(iv) p2q2 + 10pqr + 25r2 যখন p = 2, q = -1 ও r = 3

সমাধানঃ

p2q2 + 10pqr + 25r2

 = (pq)2 + 2.pq. 5r + (5r)2

= (pq + 5r)2

= {2 . (-1) + 5.3}2

= (-2 + 15)2

= (13)2   = 169


10. (a + b)2 + (a – b)2 = 2(a2 + b2)  এবং

 (a + b)2 + (a – b)2 = 4ab  বা    

ab = (a+b2)2(ab2)2 -এর সাহায্যে

(i) st ও (s2 + t2) মান লিখি যখন s + t = 12 ও s – t = 8

st = (s+t2)2(st2)2

= (12+82)2(1282)2

= (6)2 – (4)2

= 36 – 16

= 20

2(s2 + t2)

= (s +t)2 + (s -t)2

= (12)2 + (8)2

= 144 + 64

= 208

∴ (s2 + t2) = 208 / 2 = 104


(ii) 8xy(x2 + y2) -এর মান লিখি যখন (x+y) = 5 এবং (x-y)=1

সমাধানঃ

  8xy(x2 + y2)

= 4xy × 2 (x2 + y2)

= {(x + y)2 – (x +y)2} × {{x + y)+ (x – y)2}

= {(5)2 – (1)2} × {(5)2 + (1)2}

= (25 – 1) × (25 + 1)

= 24 × 26

= 624


(iii)  x2+y22xy এর মান লিখি যখন (x + y) = 9 এবং (x – y) = 5

সমাধানঃ

x2+y22xy

= 2(x2+y2)4xy

= (x+y)2+(x+y)2(x+y)2(x+y)2

= 92+529252

= 81+258125

= 10656

= 5328


(iv) 36 -কে দুটি বর্গের অন্তররূপের প্রকাশ করি ।

= 36 = 4 x 9

= (4+92)2(492)2

Leave a Comment