নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 8 History January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।
Model Activity Task Class 8 History January 2022 Part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণী
ইতিহাস
পূর্ণমান – ২০
১. শূনস্থান পূরণ করো : ১x৩ = ৩
(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় __________________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঔরঙ্গজেবের মৃত্যু হয় ১৭০৭ খ্রিস্টাব্দে।
(খ) পলাশির যুদ্ধ হয় __________________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ পলাশির যুদ্ধ হয় ১৭৫৭ খ্রিস্টাব্দে।
(গ) রাজাবলি বইটি লিখেছিলেন, ___________________।
উত্তরঃ রাজাবলি বইটি লিখেছিলেন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
২. ঠিক বা ভুল নির্ণয় করো : ১x৩ = ৩
(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম।
উত্তরঃ ঠিক
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন।
উত্তরঃ ভুল
(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফোটোগ্রাফ।
উত্তরঃ ঠিক
৩. স্তম্ভ মেলাও : ১x৩ = ৩
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
বাংলার নবাব | রাজিয়া |
দিল্লি সুলতান | আকবর |
মুঘল সম্রাট | সিরাজ উদ-দৌলা |
উত্তরঃ
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
বাংলার নবাব | সিরাজ উদ-দৌলা |
দিল্লি সুলতান | রাজিয়া |
মুঘল সম্রাট | আকবর |
৪। অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য): ২x৩ = ৬
(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তরঃ উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। এই ঘটনাই সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছিল।
(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানহু।
(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ জেমস মিল ভারতের ইতিহাস কে যে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলি হল- হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।
৫। নিজের ভাষায় লেখো (তিন-চারটি বাক্য) : ৫×১ = ৫
‘History of British India’ কে, কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ ১৮১৭ খ্রিস্টাব্দে ‘History of British India’ নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল।
বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। যাতে সেটা পড়ে ভারত বর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা। কারণ, যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটা জানা প্রয়োজন।
Model Activity Task Class 8 English January 2022 Part 1