Model Activity Task Class 9 Life Science January 2022 Part 1| নবম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারী ২০২২

নমস্কার বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি 2022 মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task Class 9 Life Science January 2022) তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 9 Life Science January 2022 Part 1

Model Activity Task Class 9 Life Science January 2022 Part 1

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
পূর্ণমান – ২০


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১×৩ =৩

১.১ যে পর্বের প্রাণীদের রেচন অঙ্কা ফ্রেম কোশ তা শনাক্ত করো

(ক) টিনোফোরা
(খ) নিমাটোডা
(গ) প্ল্যাটিহেলমিনথেস
(ঘ) অ্যানিলিডা

উত্তরঃ যে পর্বের প্রাণীদের রেচন অঙ্কা ফ্রেম কোশ তা শনাক্ত করো – (গ) প্ল্যাটিহেলমিনথেস

১.২ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো

(ক) ন্যাথোস্টোমাটা – চোয়াল অনুপস্থিত
(খ) মোলাস্কা – ম্যালপিজিয়ান নালিকা উপস্থিত
(গ) অ্যানিলিডা – ছদ্ম সিলোম উপস্থিত
(ঘ) টিনোফোরা – কোম্বপ্লেট উপস্থিত

উত্তরঃ  (ঘ) টিনোফোরা – কোম্বপ্লেট উপস্থিত

১.৩ নীচের যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো

(ক) এরা এককোশী

(খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির

(গ) পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী প্রকৃতির

(ঘ) কোশে পর্দা-ঘেরা কোশ অঙ্গাণু উপস্থিত

উত্তরঃ  (খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির

২. শূন্যস্থান পূরণ করো: ১x8=8

২.১ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে __________________ কোশ উপস্থিত থাকে।

উত্তরঃ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোশ উপস্থিত থাকে।

২.২ __________________ উভচর উদ্ভিদ বলা হয়।

উত্তরঃ কলমি শাক কে উভচর উদ্ভিদ বলা হয়।

২.৩ প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ _________________  প্রকৃতির।

উত্তরঃ প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির।

২.৪ ____________________ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।

উত্তরঃ পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :

৩.১ মোনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ  মনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো-

(১) এরা এককোষী ও প্রোক্যারিওটিক, অণুবীক্ষণিক হয়,

(২) এদের কোষ বিভাজন কালে বেম গঠন হয় না।

৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো :

  • মূল
  • পাতার শিরাবিন্যাস
একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ
এদের মূল অস্থানিক ও গুচ্ছ মূল হয়এদের মূল স্থানিক ও প্রধান মূল হয়
এদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্তএদের পাতা জালাকাকার শিরাবিন্যাস যুক্ত

৩.৩ জীবের বৈচিত্র্যের উৎস কী কী?

উত্তরঃ

জননের প্রকরণের সৃষ্টিঃ যৌন জননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়। এই জননকোষ গুলিতে জিনের আদান -প্রদান ঘটার ফলে বৈচিত্র সৃষ্টি হয়। এই জননকোষ গুলির যেকোনো দুটি পরস্পর মিলিত হয় বলে অপত্য বৈচিত্র সৃষ্টি হয়।

মিউটেশন বা পরিব্যক্তিঃ কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। এই জিনের গঠণে হঠাৎ করে স্থায়ীভাবে পরিবর্তিত হলে তাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি। এর ফলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় ।

৩.৪ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য নিরূপণ করো

  • অন্তঃকঙ্কাল
  • আঁশ
কনড্রিকথিসঅসটিকথিস
কনড্রিকথিসের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়।অসস্টিকথিসের অন্তঃকঙ্কাল অস্থিময়।
কনড্রিকথিসের আঁশ আণুবীক্ষণিক।অসস্টিকথিসের আঁশ বীক্ষণিক।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ উভচর শ্রেণির তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। “এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে”—পর্বটির প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ৩ + ২=৫

উত্তর- উভচর শ্রেণীর তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলোঃ

(১) শৈশবকাল এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে অতিবাহিত হয়,

(২) চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির,

(৩) অগ্রপশ্চাৎ পদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি আঙ্গুল থাকে।

অর্রথ্রোপোডা বা সন্ধিপদপর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো –

(১) সন্ধির উপাঙ্গ উপস্থিত,

(২) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত,

Model Activity Task Class 9 History January 2022 Part 1

Model Activity Task Class 9 Bengali January 2022 Part 1

Model Activity Task Class 9 Geography January 2022 Part 1

Model Activity Task Class 9 English January 2022 Part 1


Leave a Comment