ইস্ট্রোজেন হরমোনের কাজ ও উৎস উল্লেখ করো।

ইস্ট্রোজেন হরমোনের উৎস হল ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন হরমোন সংশ্লেষ ও নিঃসরণ করে।

স্ত্রীদেহে ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি হল :

1 . ডিম্বাশয়ের গঠন ও ডিম্বাণু নিঃসরণ : ইস্ট্রোজেন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল এর পরিণতিতে ও ডিম্বাণু নিঃসরণে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয়।

2. গৌন যৌন বৈশিষ্ট্যের বিকাশ : এই হরমোন বিভিন্ন গৌন যৌন বৈশিষ্ট্যের প্রকাশ নিয়ন্ত্রণ করে। যেমন – স্তন গঠন, বাহুমূল, শ্রোনিদেশ প্রভৃতি স্থানে যৌন কেশদগম ও যৌন কেশের স্ত্রী সুলভ বিন্যাস নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন হরমোন।

3. আনুষঙ্গীক যৌনাঙ্গের বৃদ্ধি ও পরিস্ফুরন : নারীদেহে আনুষঙ্গীক যৌনাঙ্গ অর্থাৎ জরায়ু, ফ্যালপিয়ান নালী, যোনি প্রভৃতির বৃদ্ধি পূর্ণতাপ্রাপ্তি করে এবং শ্রোনিচক্র প্রসারিত করে।

4. মাসিক রজঃচক্র নিয়ন্ত্রণ: এই হরমোন মাসিক রজঃচক্র আবর্তন নিয়মিত করে।

5. অস্থি গঠন : ইস্ট্রোজেন মহিলাদের হাড় গঠনে বিশেষ ভুমিকা পালন করে। তাই রজঃনিবৃত্তির পর ইস্ট্রোজেন নিঃসরণ কমে গেলে অনেক ক্ষেত্রে মহিলাদের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে।

6. বিপাক ক্রিয়া: এই হরমোন নারীদেহে প্রোটিন ও চর্বি সংশ্লেষ ঘটায়। ফলে ত্বকের ঔজ্জ্বল্য বা লাবণ্য বৃদ্ধি পায় ।

Leave a Comment