Class 7 Science Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 7 Science Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২ পার্ট ২ (Model Activity Task Class 7 Science Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।

Model Activity Task Class 7 Poribesh O Bigyan 2022 – এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে কিছু ১, ৩ ও ৫ নম্বরের প্রশ্ন আছে এবং যার উত্তর আমাদের ওয়েবসাইট তোমরা খুব সহজেই পেয়ে যাবে।

Model Activity Task Class 7 Science

Science (পরিবেশ ও বিজ্ঞান)

পূর্ণমান: ২০


১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩

১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলাে — 

(ক) কার্বোহাইড্রেট

(খ) ভিটামিন 

(গ) লিপিড

(ঘ) প্রােটিন 

উত্তর: এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলাে ভিটামিন 

১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলাে— 

(ক) সােডিয়াম

(খ) আয়রন 

(গ) আয়ােডিন

(ঘ) ক্যালশিয়াম 

উত্তরঃ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলাে আয়ােডিন 

১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলাে— 

(ক) আনারস

(খ) আনারসের জ্যাম 

(গ) আম 

(ঘ) কোল্ড ড্রিংক্স 

উত্তরঃ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলাে আনারসের জ্যাম

২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩

২.১ প্রােটিনের অভাবে_______রােগ হয়। 

উত্তরঃ প্রােটিনের অভাবে কোয়াশিওরকর রােগ হয়। 

২.২ চুল ও নখে______প্রােটিন থাকে। 

উত্তরঃ চুল ও নখে কেরাটিন প্রােটিন থাকে। 

২.৩ আয়রন_______পরিবহণে সাহায্য করে। 

উত্তরঃ আয়রন অক্সিজেন পরিবহণে সাহায্য করে। 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮

৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখাে। 

উত্তরঃ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম হল সজনে ডাঁটা, ওট, অ্যাপলে, পেঁপে, ডাঁটাশাক ইত্যাদি।

৩.২ ম্যারাসমাস রােগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়? 

উত্তরঃ

(ক) এই রোগের ফলে দেহের ওজন হ্রাস পায়।

(খ) দেহের রং ফ্যাকাশে হয়ে যায়।

(গ) দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে।

(ঘ) রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়।

৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করাে।

উত্তরঃ মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হলাে: 

(ক) লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে।

(খ) দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 

(গ) লিপিড দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়।

৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখাে। 

উত্তরঃ ভিটামিন C-র দুটি উৎসে হল:

(ক) বাতাবি লেবু বা কমলা লেবু।

(খ) আলু।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করাে। 

উত্তরঃ ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হল : 

(ক) ফাইটোকেমিক্যালস অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। 

(খ) ফাইটোকেমিক্যালস চোখ ভালাে রাখতে সাহায্য করে। 

(গ) আমাদের হৃদপিন্ড ভালাে রাখতে সাহায্য করে। 

(ঘ) রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।

(ঙ) মানবদেহে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

(চ) ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। 

৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তরঃ

(ক) জল কোষের প্রােটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে। 

(খ) জল রক্ত সঞ্চালনে সাহায্য করে। 

(গ) জলের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়।

(ঘ) জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

(ঙ) জল কোষের মধ্যে ব্যাপন ও অভিস্রবনে ঘটাতে সহায়তা করে।


Class 7 Bengali Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 7 English Model Activity Task Part 2 February 2022

Class 7 Geography Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২

Class 7 History Model Activity Task Part 2 February 2022| সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি ২০২২



Note: For any copyright related issue please contact us

Leave a Comment