IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিতে কর্মী নিয়োগ, ৪০,০০০ টাকা মাসিক বেতন

IRCON ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখান দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে আবেদন জানাতে পারবেন। আবেদন পুরোপুরি অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা হবে।

যে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল এসিস্টেন্ট ম্যানেজার ও এক্সেকিউটিভ। এই দুটি পদের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বাষিক বেতন, আবেদন ফী, এবং বয়স আরোও বিভিন্ন বিষয়ের নিচে আলোচনা করা হল।

IRCON International Limited Recruitment 2022
IRCON International Limited Recruitment 2022
আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও স্কুল, কলেজের খবর পেয়ে যাবেন।খবর পেতে টেলিগ্রাম যুক্ত হন

IRCON International Limited Recruitment 2022

পদের নাম – এসিস্টেন্ট ম্যানেজার (Assistant Manager)

বেতন – ৪০,০০০ থেকে ১৪০,০০০ টাকা মাসিক বেতন।

বয়সসীমা – সর্বাধিক ৩০ বছর

শুন্য পদ – ২০টি (UR – ১০, SC – ৩, ST -১, OBC -৫, EWS – ১)

শিক্ষাগত যোগ্যতা – AICTE এর অনুমোদিত যেকোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৭৫% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা – 2 বছর এবং হাইওয়ে/রেলওয়ে/সেতু (সড়ক/রেল/ভায়াডাক্ট) নির্মাণ সংক্রান্ত কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম – এক্সেকিউটিভ (Executive)

বেতন – ৩০,০০০ থেকে ১২০,০০০ টাকা মাসিক বেতন।

বয়সসীমা – সর্বাধিক ৩৩ বছর

শুন্য পদ – ২০টি (UR – ১০, SC – ৩, ST -১, OBC -৫, EWS – ১)

শিক্ষাগত যোগ্যতা – AICTE এর অনুমোদিত যেকোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৭৫% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা – 3 বছর এবং নিয়মিত/অনিয়মিত কর্মচারী হিসাবে কেন্দ্রীয়/রাজ্য PSU-তে হাইওয়ে এবং রেলওয়ে প্রকল্পগুলি সম্পাদনের ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফি জেনারেল এবং OBC শ্রেণীদের জন্য আবেদন ফি লাগবে 1000 টাকা। SC/ST/EWS/Ex Serviceman দের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ স্থান – কোম্পানির প্রয়োজন অনুযায়ী ভারতে বা বিদেশে কোম্পানির প্রজেক্ট/অফিসের যেকোনো জায়গায়।

নির্বাচন প্রক্রিয়া – যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং/অথবা সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র

১) ইমেইল আইডি
২) মোবাইল নাম্বার.
৩) মাধ্যমিক এবং উচমাধ্যমিকের মার্ক শীটের স্ক্যান কপি
৪) ডিগ্রী সার্টিফিকেট এবং মার্ক শীট এর স্ক্যান কপি।
৫) অতিরিক্ত যোগ্যতা শংসাপত্রের স্ক্যান কপি
৬) অভিজ্ঞতা সার্টিফিকেটের স্ক্যান কপি
৭) ফটোগ্রাফের স্ক্যান কপি (jpg/jpeg ফরম্যাটে 3 সপ্তাহের বেশি পুরানো নয়)
৮) কালো কালির কলম দিয়ে স্বাক্ষরের স্ক্যান কপি (jpg/jpeg ফরম্যাটে)
৯) বৈধ কাস্ট সার্টিফিকেট OBC(NCL)/SC/ST প্রার্থীদের স্ক্যান করা কপি এবং EWS প্রার্থীদের জন্য আয়ের শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
১০) প্রাক্তন সেনাদের সার্টিফিকেটের স্ক্যান কপি (যদি প্রযোজ্য হয়)

আবেদন জমা শুরু১৫/০২/২০২২
আবেদন জমা শেষ০৮/০৩/২০২২
ফী জমা দেওয়ার শেষ তারিখ১১/০৩/২০২২
নোটিশ ডাউনলোডক্লিক করুন
আবেদনের লিংকক্লিক করুন
টেলিগ্রাম গ্রুপক্লিক করুন
নতুন চাকরির খবরক্লিক করুন
ফেসবুক পেজক্লিক করুন
Follow On Google News

Leave a Comment