নস্কর বন্ধুগণ, তোমাদের স্বাগতম আমাদের estudypoint ওয়েবসাইটে। যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে চলেছে সেই দিকে নজর রেখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বছরের প্রথম অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে দিয়ে দিয়েছে এবং আজকে আমরা জানুয়ারী মাসের দশম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে হাজির হয়েছি।

Model Activity Task Class 10 History January 2022 Part 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণী
ইতিহাস
পূর্ণমান – ২০
১. শূন্যস্থান পূরণ করো : ১ x 8=8
(ক) ‘সোমপ্রকাশ’ ছিল একটি __________________পত্রিকা।
উত্তরঃ ‘সোমপ্রকাশ’ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।
(খ) ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ____________________।
উত্তরঃ ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি ।
(গ) মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ________________ খ্রিস্টাব্দে।
উত্তরঃ মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ১৯১১ খ্রিষ্টাব্দে।
(ঘ) জীবনের ঝরাপাতা হল একটি __________________।
উত্তরঃ জীবনের ঝরাপাতা হল একটি আত্মজীবনী ।
২. ঠিক-ভুল নির্ণয় করো : ১ x 8=8
(ক) ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।
উত্তরঃ ভুল
(খ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।
উত্তরঃ ঠিক
(গ) সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।
উত্তরঃ ঠিক
(ঘ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়।
উত্তরঃ ঠিক
৩. স্তম্ভ মেলাও : ১ x 8=8
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
সোমপ্রকাশ | রবীন্দ্রনাথ ঠাকুর |
বঙ্গদর্শন | বিপিনচন্দ্র পাল |
সত্তর বৎসর | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
জীবনস্মৃতি | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
উত্তরঃ
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
সোমপ্রকাশ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সত্তর বৎসর | বিপিনচন্দ্র পাল |
জীবনস্মৃতি | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ২ x 8=৮
(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর- সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য গুলি হলো –
ক) সংবাদপত্র গুলি আকারে সাময়িকপত্রের তুলনায় অনেকটাই বড়ো হয়। কিন্তু সাময়িকপত্র গুলি আকারে তুলনামূলক ছোটো হয়।
খ) সংবাদপত্র প্রকাশের কোনো নির্দিষ্ট সময়কাল থাকে না। কিন্তু, সাময়িকপত্র প্রকাশের একটি নির্দিষ্ট সময়কাল থাকে।
গ) সংবাদপত্র গুলি গবেষণামূলক রচনা প্রকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করে না। কিন্তু সাময়িকপত্র গুলি গবেষণামূলক রচনা প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব প্রদান করে।
ঘ) সংবাদপত্রগুলি দৈনিক ভিত্তিতে এবং পত্রিকাগুলি বেশিরভাগই সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রকাশিত হত।
(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?
উত্তর- আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম।
গুরুত্ব : ক) ধারাবাহিকতা : স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চলচিত্র তুলে ধরা হয়।
খ) উপাদান : জাতীয় স্তরে ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
গ) সামাজিক ও রাজনৈতিক অবস্থান জানতে সাহায্য করে : স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থানপতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে।
ঘ) অতীত থেকে বর্তমান : স্থানীয় ইতিহাস, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরে।
(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর?
উত্তর- ইন্দিরাকে চিঠি লেখার নেহরুর উদ্দেশ্য গুলি হল
ক) তিনি চিঠি গুলির মাধ্যমে ইন্দিরাকে ইতিহাসের ধারাবাহিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন।
খ) তিনি ইন্দিরার মধ্যে ইতিহাসবোধ গড়ে তোলার জন্য আগুনের আবিষ্কার, ভাষা, লিপি, শিল্প, বাবস্যাবাণিজ্য, সমুদ্রযাত্রা প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন।
গ) ভারতের ইতিহাস বিষয়ে আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
(ঘ) ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর- আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফোটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোন গুরুত্বপূর্ন ঘটনা, কোন মহান ব্যক্তি, কোন হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে। যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামান্য বিষয়।
ব্যবহার :
ক) ফটোগ্রাফি ইতিহাসচর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে।
খ) প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফোটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে।
গ) ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয়।
ঘ) ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়।
- আরও পড়ুন – Class 10 Model Activity Task Bengali January 2022 Part 1
- আরও পড়ুন – Class 10 Model Activity Task English January 2022 Part 1
- আরও পড়ুন – Model Activity Task Class 10 Geography January 2022 Part 1
- আরও পড়ুন – Model Activity Task Class 10 January Mathematics 2022 Part 1
Table of Contents