(আজকেই আবেদন করুন) রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে

WBPDCL Recruitment 2023 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিচে আলোচনা করা হল।

WBPDCL Recruitment 2023

Employment Notification No.: WBPDCL/Recruitment/2023/06

1 . পদের নাম – জেনারেল ম্যানেজার (মাইনিং) ( General Manager Mining)

শিক্ষাগত যোগ্যতা – Mining Engineering নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে। কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে Managing and Operating Coal Mines

বেতন মাসিক বেতন 1,47,300 থেকে 2,04,500 টাকা

শুন্য পদ – 3 টি

বয়স সীমা – এই পদের জন্য সর্বোচ্চ 58 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আমাদের ওয়েবসাইট পশ্চিমবঙ্গের সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও স্কুল, কলেজের খবর পেয়ে যাবেন।খবর পেতে টেলিগ্রাম যুক্ত হন

বেতন মাসিক বেতন 82,000 টাকা

শুন্য পদ – 2 টি

2. পদের নামমাইনস ম্যানেজার ( Mines Manager)

বয়স সীমা – এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে

3. অ্যাসিস্টেন্ট ম্যানেজার (Assistant Manager (Mining)

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন মাসিক বেতন 63,000 টাকা

শুন্য পদ – 12 টি

বয়স সীমা – এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে

4. সার্ভেয়র (Surveyor)

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের Survey Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন মাসিক বেতন 41,000 টাকা

শুন্য পদ – 3 টি

বয়স সীমা – এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ।

5. ওভারম্যান (Overman)

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের Survey Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন মাসিক বেতন 41,000 টাকা

শুন্য পদ – 3 টি

বয়স সীমা – এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ।

নিয়োগ পদ্ধতি : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (How to Apply):

আবেদনপ্রার্থীকে সর্বপ্রথম www.wbpdcl.co.in ওয়েবসাইটে “Career” অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন “Employment Notification” সেখানে আপনার পদ অনুসারে “APPLY” বোতামে ক্লিক করুন।

এখন রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনি আবেদন জানাতে পারবেন।

আবেদনের সময়সীমা : আবেদন শুরু হবে 25.09.2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 16.10.2023. তারিখ।

আরও নতুন নতুন চাকরির খবর এবং প্রযুক্তির খবরের জন্য আপনি সংবাদহান্ট এ পড়তে পারেন।

নোটিশ ডাউনলোডক্লিক করুন
আবেদনের লিঙ্ক ক্লিক করুন
টেলিগ্রাম গ্রুপক্লিক করুন
নতুন চাকরির খবরক্লিক করুন
ফেসবুক পেজক্লিক করুন

Leave a Comment