{PDF} 2022 Madhyamik Exam Date | মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২২

Advertisements
2022 Madhyamik Exam Date

প্রতিবছরের ন্যায় এই বছর ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রুটিন জারি করে দিয়েছে। আর তার জন্য আপনাকে অন্য কোথাও না গিয়ে আমাদের ওয়েবসাইট estudypoint থেকে খুবই সহজে রুটিন ডাউনলোড করতে পারবেন।

প্রতিবছর যেমন মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতো কিন্তু করোনা নামক মহামারীর কারণে সব কিছু উলোটপালট হয়েগিয়ে যেমন গতবছর মাধ্যমিক পরীক্ষা না হয়ে পরীক্ষার্থীদের পাস্ করে দেওয়া হয় কিন্তু এবছর মধ্য শিক্ষা পর্ষদ নির্ণয় নেয় যে মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের ৭ তারিখ থেকে শুরু হবে এবং ১৬ মার্চ ২০২২ অবধি পরীক্ষা হবে।

West Bengal Madhyamik Routine 2022

DateSubjects
7th March 2022First Language (Bengali)
8th March 2022Second Language (English)
9th March 2022Geography
11th March 2022History
12th March 2022Life Science
14th March 2022Mathematics
15th March 2022Physical Science
16th March 2022Elective Subjects

2022 সালের মাধ্যমিক পরীক্ষা কি হবে?

অবশ্যই মাধ্যমিক পরীক্ষা হবে।

মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে?

মাধ্যমিক পরীক্ষা ৭ই মার্চ ২০২২ থেকে শুরু হবে।

মাধ্যমিক পরীক্ষা কবে শেষ হবে?

মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৬ই মার্চ ২০২২।

Advertisements

Leave a Comment