Class 9 Life Science Model Activity Task Part 2 February 2022 – নবম শ্রেণীর জানুয়ারি মাসের প্রথম মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হতে না হতেই মধ্য শিক্ষা পর্ষদ ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করে দিয়েছে। এবং ঠিক আগের মতো আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি (Model Activity Task Class 9 Life Science Part 2 February 2022) উত্তর আমাদের estudypoint ওয়েবসাইট দিয়ে দিয়েছি।
Model Activity Task Class 9 Life Science
Life Science (জীবনবিজ্ঞান)
পূর্ণমান: ২০
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : ১x৩=৩
১.১ প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি নির্বাচন করাে —
(ক) 60S ও 40S
(খ) 50S ও 40S
(গ) 60S ও 30S
(ঘ) 50S ও 30S
উত্তর: প্রােক্যারিওটিক কোশে রাইবােজোমের উপএকক দুটি হল 50S ও 30S
১.২ নীচের যে জোড়াটি সঠিক নয় তা স্থির করাে—
(ক) কোশপর্দা – কোশের ভেতরের বিভিন্ন অংশকে রক্ষা করা।
(খ) লাইসােজোম – পুরােনাে জীর্ণ কোশকে ধ্বংস করা
(গ) মাইটোকনড্রিয়া – প্রােটিন সংশ্লেষ করা।
(ঘ) সেন্ট্রোজোম – কোশ বিভাজনে সাহায্য করা
উত্তরঃ যে জোড়াটি সঠিক নয় তা হল মাইটোকনড্রিয়া – প্রােটিন সংশ্লেষ করা।
১.৩ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি শনাক্ত করাে
(ক) আবরণী কলা
(খ) যােগ কলা
(গ) পেশি কলা
(ঘ) স্নায়ু কলা
উত্তরঃ বিভিন্ন অঙ্গের মধ্যে সংযােগস্থাপনে সাহায্য করে যে কলা সেটি হল যােগ কলা।
২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে : ১x৪=৪
২.১ ফ্লোয়েম কলা উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সাহায্য করে।
উত্তরঃ সত্য
২.২ ভিটামিন C ফ্যাটে দ্রবণীয়।
উত্তরঃ মিথ্যা
২.৩ DNA – তে রাইবােজ শর্করা উপস্থিত থাকে।
উত্তরঃ মিথ্যা
২.৪ অগ্ন্যাশয় একটি মিশ্রগ্রন্থি।
উত্তরঃ সত্য
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২x৪=৮
৩.১ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তরঃ প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য গুলি হল –
(ক) প্যারেনকাইমা কলার কোষ গুলির আকৃতি গোলাকার ডিম্বাকার বা বহুভুজাকার হয়ে থাকে।
(খ) কোষ প্রাচীর গুলি সেলুলোজ নির্মিত ও পাতলা হয়।
(গ) কোষীয় উপাদান সুস্পষ্ট নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকুওল বর্তমান।
(ঘ) প্যারেনকাইমা কলার কোষগুলির মাঝে কোশান্তর রন্ধ থাকে।
৩.২ মানবদেহকে সুস্থ রাখতে বৃক্ক কীভাবে সাহায্য করে?
উত্তরঃ মানব দেহকে সুস্থ রাখতে বৃক্কের প্রধান কয়েকটি কাজগুলো হল –
(ক) বিপাক জল, দূষিত পদার্থ গুলিকে বাইরে নির্গত করা (বিশেষ করে নাইট্রোজেনঘটিত পদার্থ গুলিকে)।
(খ) দেহে এবং রক্তে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
(গ) দেহে প্রবেশ দূষিত পদার্থ এবং ভেষজ পদার্থকে দেহ থেকে নির্গত হতে সাহায্য করা।
৩.৩ কোশ পর্দার কাজ ব্যাখ্যা করাে।
উত্তরঃ কোশপর্দার গুরুত্বপূর্ণ কাজ হল –
(ক) প্রাণী কোষ কে নির্দিষ্ট আকৃতি দান করা।
(খ) বিভিন্ন কোষীয় অঙ্গানু বাইরের আবরণ সৃষ্টির মাধ্যমে তাদের স্বতন্ত্রতা দান করা।
(গ) কোষ পর্দা প্রভেদক ভেদ্য হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত পুষ্টি পদার্থ ও অন্যান্য পদার্থের আদান-প্রদানে সাহায্য
করে।
৩.৪ মানবদেহে ভিটামিন D-র ভূমিকা আলােচনা করাে।
উত্তরঃ ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরোল মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা গুলি হল :
(ক) অস্থি গঠনে সাহায্য করা।
(খ) দন্ত গঠনে সহায়তা করা।
(গ) ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে ও বিপাকে সাহায্য করা।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ২+৩=৫
৪.১ ভাজক কলার কাজ উল্লেখ করাে। প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য লেখাে।
উত্তরঃ ভাজক কলার কাজ গুলি হল :
(ক) এই কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়।
(খ) দেহে নতুন অঙ্গ উৎপাদনে ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে।
(গ) ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষতস্থান পূরণ হয়।
প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের তিনটি পার্থক্য:
প্রােক্যারিওটিক কোশ | ইউক্যারিওটিক কোশ |
---|---|
প্রোক্যারিওটিক কোশে নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকে না। | ইউক্যারিওটিক কোশে নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকে। |
প্রোক্যারিওটিক কোশে শুধুমাত্র একটি ক্রোমোজোম থাকে। | ইউক্যারিওটিক কোশে একাধিক ক্রোমোজোম থাকে। |
70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে | 80S প্রকৃতির এবং এন্ডােপ্লাজমীয় জলিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে |
এই কোশে রাইবোজোম নামে পর্দা বিহীন কোষ অঙ্গাণু উপস্থিত থাকে। | এই কোশে পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলি উপস্থিত থাকে। |
একক | ব্যবহার |
---|---|
মিটার | দৈর্ঘ্য পরিমাপ |
কিলােগ্রাম | ভর পরিমাপে |
সেকেন্ড | সময় পরিমাপে |
অ্যাম্পিয়ার | তড়িৎপ্রবাহমাত্রা পরিমাপে |
কেলভিন | উষ্ণতা পরিমাপে |
ক্যান্ডেলা | দীপন প্রাবল্যের পরিমাপে |
মােল | পদার্থের পরিমাণ |
Class 9 English Model Activity Task Part 2 February 2022
Note: For any copyright related issue please contact us