(বঙ্গানুবাদ) The Echoing Green Bengali Meaning By William Blake | Class 7 | Summary

If you are looking for a Bengali meaning of “The Echoing Green” class 7 poem then you have come to the right place. Here you will get a Bengali translation of the poem.

The Echoing Green Bengali Meaning

William Blake

William Blake(1757-1827) was one of the greatest poets of the Romantic age. Blake’s poetry was published in a manner most unusual in literary and art history. He set up a print shop and engraved and published his own poems. Some of his well-known works are Songs of Innocence, Songs of Experience and The Marriage of Heaven and Hell.

উইলিয়াম ব্লেক (1757-1827) রোমান্টিক যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। ব্লেকের কবিতা এমনভাবে প্রকাশিত হয়েছিল যা সাহিত্য এবং শিল্পের ইতিহাসে সম্পুর্ন নজিরবিহীন। তিনি একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজের কবিতা নিজেই খোদাই করে প্রকাশ করতেন। তাঁর সুপরিচিত কিছু সৃষ্টির মধ্যে ‘সংস অব ইনোসেন্স’, ‘সংস অব এক্সপিরিয়েন্স’ এবং ‘দ্য ম্যারিজ অব হেভেন এন্ড হেল’ অন্যতম।

The Echoing Green Bengali Meaning

The sun does arise,

সূর্য উঠে আসে আকাশে,

And make happy the skies.

আকাশকে করে খুশি।

The merry bells ring

আনন্দের ঘন্টা বাজে

To welcome the spring.

বসন্তকে স্বাগত জানাতে।

The skylark and thrush,

স্কাইলার্ক ও থ্রাশ,

The birds of the bush,

ঝোপেঝাড়ে থাকা পাখি,

Sing louder around,

গান গায় চারিপাশে,

To the bells’ cheerful sound,

ঘন্টার আনন্দমুখর ধ্বনিতে,

While our sports shall be seen

তখনই আমাদের খেলা দেখা যাবে,

On the echoing green.

ধ্বনিত-প্রতিধ্বনিত সবুজে।

Old John with white hair

সাদা চুলের বৃদ্ধ জন

Does laugh away care,

চিন্তাকে উড়িয়ে দেয় হাসিতে,

Sitting under the oak,

ওক গাছের নিচে বসে,

Among the old folk.

তার অন্য বুড়ো বন্ধুদের সাথে।

They laugh at our play,

আমাদের খেলা দেখে তারা হাসে,

And soon they all say:

শীঘ্রই তারা সবাই বলে:

‘Such, such were the joys ‘

‘এই, এই রকম ছিল আনন্দ

When we all, girls and boys,

যখন আমরা ছিলাম ছোট্ট ছেলেমেয়ে,

In our youth-time were seen

আমাদেরকেও দেখা গেছে যৌবনে,

On the echoing green!

ধ্বনিত-প্রতিধ্বনিত সবুজে!

Till the little ones weary

যেহেতু ছোট গুলো এখন ক্লান্ত,

No more can be merry;

তারা করবে না আর আনন্দ;

The sun does descend,

সূর্য চলেছে অস্তাচলে,

And our sports have an end.

আমাদের খেলাও এখানে থামে।

Round the laps of their mother

মায়ের কোল ঘিরে তারা

Many sisters and brothers,

অনেক বোন ও ভাই,

Like birds in their nest,

ঠিক যেমন পাখিরা বাসায়,

Are ready for rest;

তারাও যায় বিশ্রামের আশায়;

And sport no more seen

আর যাবে না দেখা খেলা

On the darkening green.

ক্রমশ অন্ধকার হয়ে আসা সবুজে।

Book of Nature Meaning | Questions & Answers

The Riddle Meaning | Questions & Answers

We Are Seven Meaning | Questions & Answers

The Beauty and the Beast Meaning | Questions & Answers

Uncle Podger Hangs a Picture Meaning | Questions & Answers

The Vagabond Meaning | Questions & Answers

Mowgli Among The Wolves Meaning | Questions & Answers

The Story of Proserpine Meaning | Questions & Answers

J.C. Bose : A Beautiful Mind Meaning | Questions & Answers

The Echoing Green Meaning | Questions & Answers

The Axe Meaning | Questions & Answers

My Diary Meaning | Questions & Answers

Ghosts on the Verandah Meaning | Questions & Answers

2 thoughts on “(বঙ্গানুবাদ) The Echoing Green Bengali Meaning By William Blake | Class 7 | Summary”

Leave a Comment