The North Ship Bengali Meaning Class 9

If you are looking for a Bengali meaning to The North Ship Summary In Bengali Class 9 poem then you have come to the right place. Here you will get all the activity answers.


The North Ship Bengali Meaning


Today in this post we will discuss the Bengali meaning in the story of “The North Ship“, the ninth chapter of class 9 English.

আজকে আমাদের এই পোস্টে নবম শ্রেণীর ইংরেজির একাদশ চ্যাপ্টার অর্থাৎ “দ্য নর্থ শিপ” গল্পের সমস্ত মানে আলোচনা করব।


The poet and the text:

Philip Arthur Larkin (1922 – 1985) was a renowned English poet and novelist. His first book of poetry was The North Ship, followed by two novels, Jill and A Girl in Winter. He came to prominence in 1955 with the publication of his second collection of poems, The Less Deceived, followed by The Whitsun Weddings and High Windows. He was offered the position of Poet Laureate in 1984 but he declined it.

ফিলিপ আর্থার লারকিন (১৯২২ – ১৯৮৫) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং গ্রন্থকার। তাঁর প্রথম কবিতার বই হল ‘দ্য নর্থ শিপ’ এরপর বেরিয়েছিল দুটি উপন্যাস ‘জিল’ এবং ‘এ গার্ল ইন উইন্টার’। ১৯১৫ সালে দ্বিতীয় কবিতা সংগ্রহ দ্য লেস ডিসিভড, প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি তাঁর দুটি কাব্যগ্রন্থ দ্য হুইটসান ওয়েডিংস এবং হ্যই উইন্ডোস। ১৯৪৮ সালে তাঁকে পোয়েট লরিয়েট বা রাজকবির মর্যাদা দেবার প্রস্তাব করা হলে তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন।

This poem describes the journey of three ships that head to different destinations. While two ships return, one presses forward and faces perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacles.

এই কবিতাটি তিনটি জাহাজের ভ্রমন বৃতান্ত বর্ণনা করেছে যেগুলি ভিন্ন ভিন্ন গন্ত্যব্য উদ্দেশ্য যাত্রা শুরু করেছিল। দুটি জাহাজ ফিরে এলেও তৃতীয়টি সামনের দিকে এগিয়েই চলেছিল এবং দীর্ষ যাত্রাপথে প্রভূত বিপদের সম্মুখীন হয়েছিল, যেন এটি একটি উচ্চাকাঙ্খার প্রতিক্রিয়া জয় করে সমস্ত বাধা বিপত্তি।


The North Ship

Philip Larkin


I saw three ships go sailing by,

তিনটি জাহাজকে আমি পাল তুলে যেতে দেখেছিলাম,

Over the sea, the lifting sea,

সমুদ্রের উপর দিয়ে, স্ফীত সমুদ্রের,

And the wind rose in the morning sky,

আর বাতাস উঠেছিল সকালের আকাশে,

And one was rigged for a long journey.

আর একজনকে দীর্ঘ যাত্রার জন্য কার্যোপয়োগী করা হয়েছিল।

The first ship turned towards the west,

প্রথম জাহাজটি গিয়েছিল পশ্চিম দিকে

Over the sea, the running sea,

সমুদ্রের উপর দিয়ে, বহমান সমুদ্রের,

And by the wind was all possessed

বাতাস তাকে বহন করে

And carried to a rich country.

নিয়ে গিয়েছিল এক সমৃদ্ধ দেখে।

The second turned towards the east,

দ্বিতীয়টি ঘুরে গিয়েছিল পূর্ব দিকে,

Over the sea, the quaking sea,

সমুদ্রের উপর দিয়ে, আন্দোলিত সমুদ্রের,

And the wind hunted it like a beast

আর বাতাস এটিকে শিকার করেছিল পশুর মতো

To anchor in captivity.

নোঙ্গর ফেলে বন্দীদশায় বেঁধে।

The third ship drove toward the north,

তৃতীয় জাহাজটি চলেছিল উত্তর দিশায়

Over the sea, the darkening sea,

সমুদ্রের উপর দিয়ে, কালো হয়ে ওঠা সমুদ্রের,

But no breath of wind came forth,

কিন্তু বাতাসের কোনো স্বাস ছুটে আসেনি,

And the decks shone frostily.

তাই ডেকগুলো ঝিকিয়ে উঠেছিল তুষারের মতো।

The northern sky rose high and black

উত্তুরে আকাশ কালো আর উঁচু হয়ে উঠেছিল

Over the proud unfruitful sea,

দাম্ভিক নিস্ফলা সমুদ্রের উপর,

East and west the ships came back

পূব আর পশ্চিম থেকে জাহাজ দুটো ফিরেছিল

Happily or unhappily.

সুখী অথবা অসুখী ভাবে।

But the third went wide and far

কিন্তু তৃতীয়টি এগিয়ে গিয়েছিল বহুদূরে

Into an unforgiving Sea

kক্ষমাহীন এক সমুদ্রের মাঝে

Under a fire-spilling star,

এক আগুন ঝরানো নক্ষত্রের

And it was rigged for a long journey.

আর সেটিকে তো প্রস্তুত করাই হয়েছিল দূরযাত্রার জন্য।

Tales of Bhola Grandpa Meaning | Question and Answers

All about a Dog Meaning | Question and Answers

Autumn Meaning | Question and Answers

A Day in the Zoo Meaning | Question and Answers

All summer in a Day Meaning | Question and Answers

Mild the Mist Upon the Hill Meaning | Question and Answers

Tom Loses a Tooth Meaning | Question and Answers

His First Flight Meaning | Question and Answers

The North Ship Meaning | Question and Answers

The Price of Bananas Meaning | Question and Answers

A Shipwrecked Sailor Meaning | Question and Answers

Hunting Snake Meaning | Question and Answers

1 thought on “The North Ship Bengali Meaning Class 9”

Leave a Comment